মগবাজার বিস্ফোরণের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, জুন ২৮, ২০২১ নিজস্ব প্রতিবেদক : মগবাজারের বিস্ফোরণের ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির সদস্য মুজিবুল হক চুন্নু ও বিএনপির সদস্য হারুনুর রশিদ। সোমবার জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তারা এ দাবি জানান। এতে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। মুজিবুল হক চুন্নু বলেন, মগবাজারে বিস্ফোরণে যে হতাহতের ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। বিষয়টি খতিয়ে দেখতে হবে এবং দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। হারুনুর রশিদ বলেন, যে দুর্ঘটনা ঘটেছে এর দায়িত্ব সরকারকে নিতে হবে। যত্রতত্র রেস্টুরেন্ট গড়ে উঠছে সেখানে সেফটি ব্যবস্থা আছে কিনা সেটা দেখতে হবে। বেআইনিভাবে বিদ্যুৎ, গ্যাস সংযোগ নিচ্ছে। মানুষ মারা যাচ্ছে। এসব বিষয়ে বিদ্যুৎমন্ত্রীকেও এর জবাব দিতে হবে। আলোচনায় অংশ নিয়ে বিএনপির এই নেতা আরো বলেন, গত বছরে নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে অনেক মানুষ মারা গিয়েছিলেন। অনেক মানুষ আহত হয়েছিলেন, যাদের দীর্ঘদিন চিকিৎসা দিতে হয়েছিল। গতকাল মগবাজারের মতো ব্যস্ততম জায়গায় যে দুর্ঘটনাটি ঘটেছে এর দায় সরকারকেই নিতে হবে। প্রসঙ্গত, রোববার রাতে বিকট শব্দে বিস্ফোরণে মুহূর্তেই কেঁপে ওঠে ওয়্যারলেস গেট এলাকার মূল সড়ক ও তার আশপাশ। রাস্তায় বৃষ্টির মতো পড়তে থাকে কাচের টুকরা। পরে দেখা যায়, ওয়্যারলেস গেট এলাকার অন্তত সাতটি ভবনের কাচ উড়ে গেছে। কোনোটির নিচতলা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। প্রায় বিধ্বস্ত হয়েছে তিনটি ভবন। ভয়াবহ বিস্ফোরণের ঘণ্টাখানেক পর মৃত্যুর খবর আসতে থাকে। এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনের মৃত্যুর তথ্য পেয়েছে প্রথম আলো। আহত প্রায় ২০০ জন। Share this:FacebookX Related posts: আইজিপি হচ্ছেন বেনজীর আহমেদ ছুটি বাড়ল ২৫ এপ্রিল পর্যন্ত বুড়িগঙ্গা সেতু ঝুঁকিপূর্ণ ঘোষণা ৩৮তম বিসিএসের ফল প্রকাশ: নিয়োগ পাচ্ছেন ২২০৪ জন ক্যাডার বাংলাদেশে আবিষ্কার করোনার টিকা ৬ মাসের মধ্যে বাজারে আনার আশা করোনায় ঢাকা বিভাগে বেশি প্রাণহানী যেখানে চিরনিদ্রায় শায়িত হলেন আল্লামা শফী করোনায় মৃত্যুর মিছিলে আরও ৩২ জন ‘উচ্ছেদ অভিযান দখলদারদের বিরুদ্ধে কোনো ব্যক্তির নয়’ নতুন বছরে ভেদাভেদ ভুলে জোরদার হোক ভ্রাতৃত্বের বন্ধন একুশে পদক পেলেন ২১ বিশিষ্ট নাগরিক নোয়াখালীর সংঘর্ষে গুলিবিদ্ধ সাংবাদিকের মৃত্যু SHARES Matched Content জাতীয় বিষয়: দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিবিস্ফোরণের ঘটনায়মগবাজার