স্বাস্থ্যমন্ত্রীর মা আর নেই

প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ, মে ২৭, ২০২১

নিজস্ব প্রতিবেদক ; স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি’র মা ফৌজিয়া মালেক মৃত্যুবরণ করেছেন।বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর এ.এম.জেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৮৪ বছর।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো.মাইদুল ইসলাম প্রধান বলেন, রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ফৌজিয়া মালেক গত কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠেন। কিন্তু তিনি আগে থেকেই অ্যাজমাসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। কিছুদিন ধরে তার অ্যাজমার সমস্যা বেড়েছিল। পোস্ট কোভিড জটিলতাও বয়েসের সঙ্গে যোগ হয়েছে।