ন্যায়বিচার পেতে রোজিনাকে সহযোগিতা করবে সরকার : তথ্যমন্ত্রী

প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, মে ১৯, ২০২১

নিজস্ব প্রতিবেদক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের ন্যায় বিচার পেতে সরকার সহযোগিতা করবে।
বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের মাঝে করোনাকালীন চেক বিতরণ অনুষ্ঠানে তিনি একথা জানান।

এসময় তথ্যমন্ত্রী বলেন, রাষ্ট্রীয় গোপন নথির ছবি তোলার দায়ে রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর সঠিক বিষয়টি জানা যাবে বলে জানান তথ্যমন্ত্রী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক জাফর ওয়াজেদ, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলামসহ সাংবাদিক নেতারা।