দৌলতদিয়ায় বেড়েছে ঢাকামুখী যাত্রীর চাপ

প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২১

অনলাইন ডেস্ক : দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে ঢাকামুখী এবং ঢাকাফেরত যাত্রী ও ছোট গাড়ির চাপ বেড়েছে। গণপরিবহন বন্ধ থাকায় ব্যক্তিগত প্রাইভেটকার, মাইক্রোবাসে করেই যাত্রীরা ফেরি পার হচ্ছেন।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুর একটার দিকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে গিয়ে এ চিত্র দেখা যায়।

মাইক্রোবাস চালক সুমন বলেন, পেটের দায়ে গাড়ি নিয়ে বের হয়েছি। গাড়ি না চালালে খাবো কী। গণপরিবহন বন্ধ থাকায় সাধারণ যাত্রী নিয়ে টিপ মারছি। এতে গাড়ির মহাজনও বাঁচবে আর আমিও ডালভাত খেয়ে বেঁচে থাকতে পারবো।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের টার্মিনাল সহকারী রেজাউল করিম বলেন, দিনে দৌলতদিয়ায় পাঁচটি ছোট ফেরি চলাচল করছে এবং রাতে পণ্যবাহী ট্রাক পারাপারের জন্য ১৫টি ফেরি রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতাদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. ফিরোজ শেখ বলেন, দোকান ও শপিংমল খোলাতে গত কয়েক দিন ধরেই ঢাকামুখী যাত্রীদের চাপ অনেকটা বেড়েছে।

আজও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছোট যানবাহনের চাপ বাড়ছে।