অসহায়-দুঃস্থদের ইফতার সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২১

নিজস্ব প্রতিবেদক : করোনা মোকাবেলায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্য, অর্থ সহায়তা এবং ইফতার সামগ্রী বিতরণ করছে নৌবাহিনী।

রোববার রাজধানীর ভাষানটেক এলাকার ৩০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করে নৌবাহিনীর সদস্যরা।

এছাড়া, খুলনা শহরের খালিশপুর বিহারী পল্লীতে ৩০০ অসহায় পরিবার, রুপসা ঘাট এলাকার ৫০০ পরিবার এবং খুলনার লবনচরা এলাকার ২০০ অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

অন্যদিকে, চট্টগ্রামের কাঠগড়, ডেল পাড়া ও চড়হালদা এলাকার ৩০০ পরিবারের মাঝে অনুরূপ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এছাড়া, বানৌজা মংলা কর্তৃক দিগরাজ বাজার ও তৎসংলগ্ন এলাকার ২০০ অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝেও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে চাল, ডাল, চিনি, তেল, আটা, ছোলা ও লবণসহ বিভিন্ন খাদ্য ও ইফতার সামগ্রী প্রদান করা হয়।

করোনার কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় নৌ সদস্যরা দেশব্যাপী সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। দেশের করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।