করোনায় আক্রান্ত বিসিবি পরিচালক আকরাম খান

প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২১

সময় সংবাদ ডেস্কঃকরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিসিবি পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান।শনিবার (১০ এপ্রিল) সকালে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘গতকাল টেষ্ট করার পর সন্ধ্যায় রিপোর্ট পাওয়ার পর তিনি জানতে পারেন যে তার করোনা পজিটিভ। এরপর থেকে তিনি বাসাই আইসোলেশনে আছেন। এছাড়া আজকে তার সহধর্মিনি সাবিনা আকরামের করোনা টেষ্ট করা হবে। একই সঙ্গে তাদের দুই সন্তানকে সুরক্ষিত জায়গায় রাখা হয়েছে।’

গত ৩/৪ দিন গলা ব্যাথা ও ঠাণ্ডায় ভুগছিলেন। এই লক্ষণ দেখা দেওয়াই তিনি করোনা পরীক্ষা করেন। এরপরেই তিনি করোনা পজিটিভ হন।

আকরাম খানের পরিবার একটি ক্রিকেটীয় পরিবার। চট্টগ্রামের আন্টি খ্যাত নুসরাত ইকবাল ববি তার ভাবি। তার ভাতিজা নাফিস ইকবাল এবং তামিম ইকবাল বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলেছেন। তারা দুই জনই উদ্বোধনী ব্যাটসম্যান। তামিম ইকবাল বর্তমান বিশ্ব ক্রিকেটে অতি মারমুখী ব্যাটসম্যানদের মধ্যে একজন।