ঢিলেঢালা লকডাউনঃ নজরদারির অভাব দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২১ ঢিলেঢালা লকডাউনঃ নজরদারির অভাব নিজস্ব প্রতিবেদক : লকডাউনের প্রথম দিন সোমবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিধিনিষেধ মানার ক্ষেত্রে দেখা গেছে ‘ঢিলেঢালা’ভাব। আর তা মানাতেও খুব বেশি কড়াকড়ি দেখা যায়নি। এমনকি কোথাও কোথাও বিধিনিষেধ উপেক্ষা করে গণপরিবহন চলতেও দেখা গেছে। আবার কর্মস্থলে যেতে পরিবহন না পেয়ে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিক্ষোভ হয়েছে। লকডাউনে ঢাকার কেরানীগঞ্জে চলছে সিএনজি, বাসসহ সবধরনের গণপরিবহন। সামাজিক দূরত্ব মানার বালাই নেই। সিএনজি ও বাসে গাদাগাদি করে একসঙ্গে চলছে নারী-পুরুষ। সোমবার সকাল থেকে ঢাকার কেরানীগঞ্জের কদমতলী, হাসনাবাদ, তেঘরিয়া, খোলামুড়া ও রোহিতপুরসহ বিভিন্ন এলাকায় দেখা গেছে এমন চিত্র। র্যাব, পুলিশ ও ডিবিপুলিশসহ কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাঠপর্যায়ে কোনো তৎপরতা দেখা যায়নি এদিকে কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উম্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে কেনাবেচা করার কথা থাকলেও সোমবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকার চিত্র দেখা গেল আগের মতই। রামপুরা টিভি সেন্টারের কাছে রড-সিমেন্টের দোকানদার মোত্তালেব আহমেদ লকডাউনের প্রথম দিনও দোকান খুলেছেন। প্রশ্ন করতেই বললেন, “সরকারি অফিস খোলা, বইমেলা খোলা, স্টেডিয়ামে খেলাধুলা হচ্ছে, তাহলে সরকারের কড়াকড়ি শুধু আমাদের বেলায়? এই দোকানেই আমার সংসার চলে। পেটের তাগিদে দোকান খোলা রেখেছি স্বাস্থ্য বিধি মেনেই।” সীমিত পরিসরে সরকারি অফিস-আদালতের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান খোলা থাকায় কেউ কেউ পায়ে হেঁটে, কেউ বা রিকশায় কর্মস্থলে যাচ্ছেন। বাস বন্ধ থাকায় তাদের সমস্যা বেড়েছে। পরিবহন না পেয়ে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিক্ষোভ হয়েছে। লকডাউনের প্রথম দিন সকালে শুরুতে রাস্তায় যান চলাচল কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে। কেউ অফিস, কেউ বাজারে কেউবা হাসপাতালে যাচ্ছেন, এতে রাস্তাঘাটে জনসমাগম দেখা গেছে। কেউ কেউ স্বাস্থ্যবিধি মেনে বের হলেও অনেককে দেখা গেছে তা অমান্য করতে। যার ফলে লকডাউনে সরকারি নির্দেশনা কঠোরভাবে মানা হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। রাজধানীর গুলিস্তান, পল্টন, হাইকোর্ট, মৎস্য ভবন, শাহবাগ, নিউমার্কেট, সায়েন্স ল্যাবরেটরি, ধানমন্ডি এবং কলাবাগান এলাকার রাস্তাঘাটে অসংখ্য মানুষের উপস্থিতি দেখা গেছে। সকালে রাজধানীর কলাবাগান এলাকায় সিএনজি নিয়ে দাঁড়িয়েছিলেন চালক বাদল মিয়া। মিরপুর থেকে যাত্রী নিয়ে এসেছেন। তিনি বলেন, লকডাউন থাকলেও সকালেই সিএনজি নিয়ে বের হইছি। বের না হইলে খামু কি? তিনি জানান, এখন পর্যন্ত দুইটা ট্রিপ পাইছি। বাধা না আসলে সিএনজি চালাতে থাকবো। রাজধানীর এলিফেন্ট রোডে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়েছিলেন শামীম আহমেদ। তিনি বলেন, সকাল থেকেই দেখছি সড়কে সবাই বের হয়েছেন। তাই আমিও বের হইছি। এখানে আমার দোকান আছে। একটু ঘুরে-ঘুরে দেখতে আসছি। তিনি আরো বলেন, রাস্তাঘাটের যে অবস্থা তাতে লকডাউন কি না মনে হচ্ছে না। কুড়িল থেকে ফার্মগেট এলাকায় এসেছেন ইকবাল মাহমুদ। ব্যক্তিগত গাড়িতে এসেছেন। মানুষ তো বাইরে বের হচ্ছে। এতে লকডাউনের উদ্দেশ্য কতটা কার্যকর হবে, সেটা নিয়ে তাঁর সন্দেহ রয়েছে। মিরপুর এলাকার ৬০ ফিট সড়কে কিছু লেগুনা চলতে দেখা গেছে। এসব লেগুনায় ১০ থেকে ১২ জন করে যাত্রী উঠছেন। লেগুনার একজন চালক বলেন, বের হয়েছেন। না হলে আয় হবে কীভাবে। এই লেগুনায় ওঠা এক যাত্রী বললেন, ‘কাজ তো বন্ধ নেই। কোনো না কোনোভাবে কর্মস্থলে যেতেই হবে। সুরক্ষার জন্য সিএনজিতে চলাচল করা তো সবার পক্ষে সম্ভব না। আর সবার অফিস গাড়ির ব্যবস্থা করবে-এমনটাও তো নয়।’ রংপুরে দুরপাল্লার যানবাহন বন্ধ থাকা ছাড়া মাঝারি ও ছোট যানবাহন নগরীতে চলছে আগের মতো্ই। অটো চালকরা বলছেন সকাল থেকে কোনো বাধা না পেয়ে বসে আছেন তারা। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল আলীম মাহমুদ জানান, করোনা সংক্রামণ বেড়ে যাওয়ার কারনে সারাদেশে লকডাউন দেওয়া হয়েছে।এই লক ডাউনের ফলে মানুষ যাতে ভোগান্তিতে না পরে। এজন্য অটোরিক্সায় দুইজন যাত্রী নিয়ে চলাচল করছে।তবে যারা নিয়ম মানবে না তাদের বিরুদ্ধে কঠোর আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার, চট্টগ্রামসহ বেশ কিছু এলাকায় লকডাউনে ঢিলেঢালাভাব প্রশাসনের নিষ্ক্রিয়তা লক্ষ্য করা গেছে। এছাড়া এসব এলাকায় কলকারখানা চালু থাকায় শ্রমিকদের কর্মস্থলে যেতে ভোগান্তি পোহাতে হচ্ছে বলে আমাদের প্রতিনিধিরা জানিয়েছেন। এতে কর্মস্থলে পৌঁছানোর বিকল্প ব্যবস্থা না থাকায় তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। যাত্রাবাড়ীতে বিক্ষোভ: সাত দিনব্যাপী লকডাউনের প্রথম দিনে রাজধানীর যাত্রাবাড়ীতে গণপরিবহন না পেয়ে বিক্ষোভ করেছেন বিভিন্ন কারখানাশ্রমিকেরা। রাজধানীর রায়েরবাগ বাসস্ট্যান্ডে সোমবার সকাল সাড়ে নয়টার দিকে এই বিক্ষোভ হয়। তবে স্থানীয়রা জানিয়েছেন, পুলিশের ধাওয়ায় ১৫ মিনিট পরে শ্রমিকরা সরে যান এ এলাকা থেকে। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, কিছু উৎসুক জনতা বাস না থাকার কারণে কর্মস্থলে যেতে পারেনি। ১০ থেকে ১৫ জন শ্রমিক কর্মস্থলে যাওয়ার চেষ্টা করছিলেন। বাস না পেয়ে তারা রাস্তায় নামেন। তিনি আরও বলেন, শ্রমিকদের বক্তব্য ছিলো মালবাহী গাড়ি চললেও বাস কেন চলে না প্রায় ১৩ মাস আগে দেশে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছিল। তখন পরিস্থিতি মোকাবিলায় দ্রুতই সাধারণ ছুটি ঘোষণা করেছিল সরকার। গত বছরের ২৬ মার্চ থেকে শুরু হওয়া সেই ছুটি ৬৬ দিন পর্যন্ত স্থায়ী হয়েছিল। এক বছর পর সংক্রমণ পরিস্থিতি মোকাবিলায় আবারও একই ধরনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সময় মানুষের কাজ ও চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণে থাকবে। জরুরি সেবা ছাড়া প্রায় সবকিছুই বন্ধ থাকবে। চলবে না কোনো গণপরিবহন। অভ্যন্তরীণ পথে উড়বে না উড়োজাহাজও। তবে লকডাউনের মধ্যেও জরুরি কাজের জন্য সীমিত পরিসরে অফিস খোলা থাকছে। এ ক্ষেত্রে প্রতিটি প্রতিষ্ঠানকে নিজস্ব ব্যবস্থায় কর্মীদের অফিসে আনা-নেয়ার কথা বলেছে সরকার। একইভাবে শ্রমিকদের আনা-নেয়ার শর্তে শিল্পকারখানা ও নির্মাণকাজ চালু রাখা যাবে। এ রকম নানা বিধিনিষেধ আরোপ করে গতকাল রোববার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। অবশ্য প্রজ্ঞাপনে ‘লকডাউন’ (অবরুদ্ধ অবস্থা) শব্দটি ব্যবহার করা হয়নি। যদিও গতকাল জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ ছুটির এই সাত দিনকে ‘লকডাউন’ বলেছেন। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে মোট ১১টি নির্দেশনার কথা বলা হয়েছে। সারাদেশে জেলা ও মাঠ প্রশাসন এসব নির্দেশনা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেবে। এজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত টহল জোরদার করবে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে। গত বছর সাধারণ ছুটির সময় সংক্রমণ পরিস্থিতি মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সশস্ত্র বাহিনী নামানো হয়েছিল। Share this:FacebookX Related posts: বিমানের অনিয়ম ঠেকাতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে : মাহবুব আলী মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ পবিত্র শবে বরাত ৯ এপ্রিল কুড়িগ্রামের সাবেক ডিসিসহ চার কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করোনায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ ঢাকায় লকডাউন নিয়ে যা বললেন তাপস গণভবনে উচ্চপদস্ত সচিব ও কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক সিনহা হত্যা: রিপোর্ট পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ইউএনও ওয়াহিদার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি টিকা নিতে আজ থেকে এসএমএস পাবেন রেজিস্ট্রেশনকারীরা রোববার টিকা নেবেন স্বাস্থ্যমন্ত্রী প্রথম দিনেই করোনার টিকা নিলেন ৩১১৬০ জন SHARES Matched Content জাতীয় বিষয়: ঢিলেঢালা লকডাউননজরদারির অভাব