প্রধানমন্ত্রীর পাশে কেউ নেই, তিনি একা : ডা. জাফরুল্লাহ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২১ সময় সংবাদ ডেস্কঃতোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, মতিয়া চৌধুরীসহ কেউ প্রধানমন্ত্রীর পাশে নেই বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা: জাফরুল্লাহ চৌধুরী। এ সময় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বড় একা। তিনি একরকম বন্দী অবস্থায় রয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী বিহীন আওয়ামী লীগ ভুল পথে চলছে। মাঝিবিহীন নৌকা চলছে। একটু ধাক্কা দিলি নৌকা ডুবে যেতে পারে।’ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ২০ দলীয় জোটের শরিক জাতীয় পার্টি (জাফর) আয়োজিত স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ববাংলা ঘোষণা দিবসের ৫১ বছর পূর্তি উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাফরুল্লাহ বলেন, বিএনপিরও অনেক বড় নেতা থাকলেও তারা বধির ও অন্ধ হয়ে গেছেন। সরকার একের পর এক ভুল করে গেলেও তারা শুধু দেখেই যাচ্ছেন, কিছুই করতে পারছেন না। বর্তমানে অফিস-আদালত মাদরাসা-মক্তব সব খোলা থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠান এখনো বন্ধ। কারণ সরকারের গোয়েন্দা সংস্থার কাছে রিপোর্ট রয়েছে বিশ্ববিদ্যালয় ও হলগুলো খুলে দিলে সরকার পতনের আন্দোলন হতে পারে। তিনি ২০ দলীয় জোটের নেতাদের উদ্দেশে বলেন, আপনারা কী করছেন, আপনারা ছাত্রদের পক্ষে অবস্থান নিচ্ছেন না কেন? আপনাদের ঘুম কি ভাঙ্গে না, আপনারা কেন তাদের পাশে দাঁড়াচ্ছেন না? ছাত্রদের আন্দোলন চাঙ্গা হলেই জনগণের অধিকার ফিরে আসবে, মুক্তি পাবে খালেদা জিয়া। বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের ইস্যু একটাই বেগম জিয়ার মুক্তি। তাও মেরুদণ্ড সোজা হয়ে মুক্তি চাইতে সাহস পান না। খালেদা জিয়া অসুস্থ, তার চিকিৎসার জন্য তাকে বাইরে যেতে দেয়া হচ্ছে না। অধিকার আদায় করে নিতে হয়। যেমন আজিজ সাহেব তার ভাইয়ের অধিকার আদায় করে নিয়েছেন।’ তিনি আরো বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে জাতির মেরুদণ্ড ভেঙ্গে দেয়া হচ্ছে। অলস শিশুরা হিন্দি ফিল্ম দেখে কিশোরগ্যাং তৈরি করছে। আপনারা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার জন্য ছাত্রদের পক্ষে অবস্থান নিন। ডা: জাফরুল্লাহ বলেন, গণতন্ত্র, গণতন্ত্র বলে কোনো লাভ নেই, একটা প্রতিষ্ঠান ঠিকমত চলছে না। হঠাৎ জিয়াউর রহমানের খেতাব কেড়ে নিতে চাচ্ছে সরকার। এর কারণ হলো গতি ঘুরানো। যারা এই হীন কাজে সম্পৃক্ত তারা শুধু জিয়াউর রহমানকেই নয় বঙ্গবন্ধুকে ছোট করছে। জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে এ এস এম শামীমের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ, বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিংক, নবাব আলী আব্বাস, মুজিবর রহমান, মহসিন সরকার প্রমুখ। Share this:FacebookX Related posts: টেলিভিশনে এসে প্রধানমন্ত্রীকে ভ্যাকসিন নিতে বললেন ডা. জাফরুল্লাহ কোরআন ও ইসলাম নিয়ে বক্তব্য দেবেন না জাফরুল্লাহ চৌধুরী জিয়ার খেতাব বাতিল বঙ্গবন্ধুকে অসম্মান করার শামিল: ডা. জাফরুল্লাহ যেকোনো সমস্যায় আমি আপনাদের সঙ্গে আছি : ইশরাক প্রচারণায় হামলার পর তাবিথের ঘোষণা মাঠে থাকার সম্মিলিত প্রয়াসে করোনাকে পরাজিত করব স্বাধীনতা দিবসে আ. লীগের সব কর্মসূচি বাতিল নাসিমের অস্ত্রোপচার সফল দ্বিতীয়বার পরীক্ষায় নাসিমের করোনা নেগেটিভ, অবস্থা অপরিবর্তিত বিএনপি আন্দোলন ও নির্বাচন দুটোতেই পরাজিত: কাদের বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যে কর্মসূচি ছিল চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: একা : ডা.জাফরুল্লাহতিনিপ্রধানমন্ত্রীর পাশে কেউ নেই