কোথাও শান্তিপূর্ণ কোথাও সহিংসতা : ৫৫ পৌরসভার ভোট শেষ, চলছে গণনা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২১ সময় সংবাদ ডেস্কঃচতুর্থ ধাপের ৫৫ পৌরসভায় ভোটগ্রহণ শেষ হয়েছে। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ২৯ ও ব্যালট পেপারে ২৬ পৌরসভায় ভোট নেওয়া হয়। অনেক স্থানে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া, ভোট বর্জন ও ভোট প্রদানে বাধার অভিযোগ উঠেছে। নির্বাচনী সহিংসতায় একজন নিহত হয়েছেন। তবে শান্তিপূর্ণ ভোটগ্রহণের খবরও পাওয়া গেছে। রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে টানা ভোটগ্রহণ। এখন চলছে গণনা। হামলা-সংঘর্ষ-বর্জনের ভোট পটিয়া : চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৮ নম্বর দক্ষিণ গোবিন্দার খিল কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আব্দুল্লাহ নামে একজন নিহত হয়েছেন। তিনি কাউন্সিলর প্রার্থী মো. মান্নানের ভাই বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার নিহত হওয়ার তথ্য নিশ্চত করে জানান, দুই দল কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ভোটকেন্দ্রে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ, র্যাব, বিজিবি গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে। তবে সংঘর্ষের কারণ প্রাথমিকভাবে জানাতে পারেননি তিনি। জিজ্ঞাসাবাদের জন্য ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. মান্নান ও সারোয়ার কমোল রাজিবকে থানায় নেওয়া হয়। নরসিংদী : নরসিংদীতে পৌরসভা নির্বাচনে কেন্দ্র দখলের চেষ্টা ও ভোটকেন্দ্রে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। রোববার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী উটপাখি প্রতীকের খায়রুল ইসলাম ও পানির বোতল প্রতীকের প্রার্থী আইনউদ্দিন খন্দকারের সমর্থকরা ইউএমসি আদর্শ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র দখলের চেষ্টা চালায় এবং কটটেল নিক্ষেপ করে। এ সময় তাদেরকে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেন পুলিশ ও বিজিবি সদস্যরা। ঘটনার পর আশরাফুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। আটক আশরাফুল উটপাখি প্রতীকের প্রার্থী খায়রুল ইসলামের বড় ভাই। এ ছাড়াও একই সময় শালিধা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সেখানে বিশৃঙ্খলা সৃষ্টিকারী বেশিরভাগই নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আমজাদ হোসেন বাচ্চুর সমর্থক। সোনাইমুড়ী : নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভা নির্বাচনে বোমা বিস্ফোরণ ও সহিংসতায় এক যুবক গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন। রোববার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় সোনাইমুড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আলোকপাড়ায় এ ঘটনা ঘটে। সোনাইমুড়ীতে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়ায় আহতরা হলেন সোইমুড়ী উপজেলার বাহারকুট গ্রামের আবদুল হকের ছেলে মোহন (১৮), আমিরাবাদ এলাকার আবুল হাসেমের ছেলে সালাউদ্দিন (২৭) এবং উলুপাড়া এলাকার স্বপনের ছেলে মনির (২২)। জানা গেছে, ভোটকেন্দ্রের বাইরে দুই কাউন্সিলর প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় তারা একটি ককটেল বিস্ফোরণ করে ভোটারদের ছত্রভঙ্গ করে দেয় এবং গুলিবর্ষণ করে। ওই সময় মোহন (১৮) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়। রামগতি : লক্ষ্মীপুরের রামগতিতে ইভিএম মেশিন পর্দার বাইরে রেখে নৌকা প্রতীকে ভোট দিতে বাধ্য করার অভিযোগ পাওয়া গেছে। রোববার (১৪ ফেব্রুয়ারি) সকালে রামগতি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আলেকজান্ডার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটেছে। ৬ নম্বর ওয়ার্ডের আলেকজান্ডার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের নারী ও পুরুষ বুথে ভোটারদের নৌকায় ভোট দিতে বাধ্য করা হচ্ছে। ইভিএম নিয়ে বসে থাকা আওয়ামী লীগ নেতারা নিজেদের নৌকা প্রতীকের এজেন্ট দাবি করেছেন। অপরদিকে একটি বুথেও ধানের শীষ প্রতীকের এজেন্ট পাওয়া যায়নি। তারা আসছেন কি-না তাও বলতে পারছেন না সহকারী প্রিজাইডিং কর্মকর্তা মো. ইউসুফ ও আবদুর রাজ্জাক। গোপালপুর : টাঙ্গাইলের গোপালপুর পৌরসভা নির্বাচনে ইভিএমে জোরপূর্বক নৌকা প্রতীকের বাটনে টিপ দিয়ে ভোট নেওয়া ও এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) ইঞ্জিনিয়ার খন্দকার গিয়াস উদ্দিন। রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন। ইঞ্জিনিয়ার খন্দকার গিয়াস উদ্দিন বলেন, কেন্দ্রগুলোতে আমাকেই প্রবেশ করতে দিচ্ছে না ক্ষমতাসীনরা। এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে। ভোটারদের জোরপূর্বক নৌকা প্রতীকে টিপ নিচ্ছে। বহিরাগত অনেক লোকজন কেন্দ্রগুলোতে রয়েছে। নির্বাচনে নিজেই নিরাপদ নই। আমার লোকজনকে কীভাবে নিরাপদ রাখব। ব্যাচ করিনি যাতে মানুষজন নিরাপদে ভোটটা দিয়ে আসতে পারে। ১৩টি কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দেয়া হয়েছে। আখাউড়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকায় প্রকাশ্যে ভোট নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী নুরুল হক ভূইয়া। তিনি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে আখাউড়া রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি। আখাউড়ায় ইভিএমে নৌকায় প্রকাশ্যে ভোট দেওয়ার অভিযোগ : একই কেন্দ্র পরিদর্শনে এসে নৌকার সমর্থক ও এজেন্টদের বিরুদ্ধে বিএনপির এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী জয়নাল আবেদীন আব্দু। কালিহাতী : টাঙ্গাইলের কালিহাতী পৌরসভা নির্বাচনে ভোট দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভার হরিপুর কেন্দ্রে এ ঘটনা ঘটে। কালিহাতীতে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহতরা হলেন, বীরবাসিন্দা ইউনিয়নের সাধারণ সম্পাদক জামাল হোসেন ও বিএনপির কর্মী ইদ্রিস হোসেন। কালিহাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাওগাতুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। আইন অনুযায়ী, মেয়াদ শেষের পূর্ববর্তী ৯০ দিনের মধ্যেই পৌরসভার ভোট করতে হয়। স্থানীয় সরকার আইন সংশোধনের পর ২০১৫ সালে প্রথম দলীয় প্রতীকে পৌরসভায় ভোট হয়। সেবার ২০টি দল ভোটে অংশ নেয় Share this:FacebookX Related posts: নাসিমের শারীরিক অবস্থার অবনতি, চলছে অস্ত্রোপচার দেশে সূর্যগ্রহণ চলছে সারাদেশে চলছে অনির্দিষ্টকালের নৌযানের ধর্মঘট পুলিশকে দুর্নীতিমুক্ত করতে শুদ্ধি অভিযান চলছে : আইজিপি দ্বিতীয় ধাপে ৬০ পৌরসভায় চলছে ভোটগ্রহণ ৬২ পৌরসভায় ভোটগ্রহণ চলছে কোথাও শান্তিপূর্ণ কোথাও সহিংসতা : ৫৫ পৌরসভার ভোট শেষ, চলছে গণনা সর্বশেষ অবস্থা: নানকের হার্টে রিং পরানো হয়েছে ঘরে বসেই ঈদের আনন্দ উপভোগ করুন : প্রধানমন্ত্রী দেশে করোনায় নতুন মৃত্যু ২১, শনাক্ত ১১৬৬ ওসি প্রদীপসহ ৩ জনকে জিজ্ঞাসাবাদে কারাফটকে তদন্ত টিম গত ২৪ ঘণ্টায় সাড়ে ১২ হাজার নমুনা পরীক্ষা SHARES Matched Content জাতীয় বিষয়: কোথাও শান্তিপূর্ণ কোথাও সহিংসতা : ৫৫ পৌরসভারগণনাচলছেভোট শেষ