টিকা নিলেন স্পিকার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২১ নিজস্ব প্রতিবেদক : প্রাণঘাতী করোনাভাইরাসের টিকা নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। বিষয়টি সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুযায়ী রাষ্ট্রের তৃতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি স্পিকার রোববার দুপুরে সংসদ সচিবালয় ক্লিনিক টিকা দান কেন্দ্রে এই টিকা নেন। রাষ্ট্রের তৃতীয় গুরুত্বপূর্ণ অপর ব্যক্তি প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সারা দেশে গণ টিকাদান শুরুর দিন গত ৭ ফেব্রুয়ারিই করোনাভাইরাসের টিকা নিয়েছেন। ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুয়ায়ী রাষ্ট্রের প্রথম গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছেন রাষ্ট্রপতি এবং দ্বিতীয় প্রধানমন্ত্রী। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, টিকা নিয়ে স্পিকার বলেন, ভ্যাকসিনটি সম্পূর্ণ নিরাপদ। মানুষের জীবন রক্ষার্থে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। সকলেরই এই ভ্যাকসিন গ্রহণ করা জরুরি। এসময় জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও মেডিকেল সেন্টারের চিকিৎসকরা উপস্থিত ছিলেন। Share this:FacebookX Related posts: নারীদের পিছিয়ে না রেখে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে হবে : স্পিকার জনগণের অধিকার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: স্পিকার জনমত গঠনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : স্পিকার দক্ষতা উন্নয়নে ডিএসসিএসসি কোর্স খুবই গুরুত্বপূর্ণ : স্পিকার বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে : স্পিকার শেখ হাসিনার নেতৃত্বে সব ধর্মের মানুষ উৎসব করছে: স্পিকার টিকা নিলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক টিকা নিলেন স্বাস্থ্যমন্ত্রী টিকা নিলেন সিইসি কে এম নূরুল হুদা ৫ম দিনে টিকা নিলেন ২০৪৫৪০ জন বুড়িগঙ্গা সেতু ঝুঁকিপূর্ণ ঘোষণা ‘উচ্ছেদ অভিযান দখলদারদের বিরুদ্ধে কোনো ব্যক্তির নয়’ SHARES Matched Content জাতীয় বিষয়: টিকা নিলেনস্পিকার