১৪ দিন বন্ধ থাকবে রাঙামাটি-খাগড়াছড়ির সড়ক যোগাযোগ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২১ নিউজ ডেস্কঃ রাঙামাটি সদরের রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে দুর্ঘটনায় বেইলি ব্রিজ ভেঙে যাওয়ায় ১৪ দিন যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকবে। বুধবার (১৩ জানুয়ারি) বিকেলে রাঙামাটি সড়ক বিভাগ থেকে বিষয়টি জানানো হয়। সড়ক বিভাগ থেকে বলা হয়- ট্রাকটি বেইলি ব্রিজের সক্ষমতা না মেনে মালামাল বেশি বহন করার কারণে বেইলি ব্রিজটি ভেঙে যায়। যে কারণে ট্রাক মালিকের বিরুদ্ধে মঙ্গলবার রাতে সড়ক বিভাগের পক্ষ থেকে রাঙামাটি কোতয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বুধবার বিকেলে সড়ক বিভাগের পক্ষ থেকে ট্রাক মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে সূত্রটি জানায়। রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহে আরেফীন বলেন, আমাদের উপ-বিভাগীয় এক প্রকৌশলী বাদী হয়ে মঙ্গলবার কোতয়ালী থানায় সাধারণ ডায়েরি করেছে এবং বুধবার বিকেলে মামলা দায়ের করা হবে। তিনি আরও বলেন, ব্রিজটি মেরামত করতে আমাদের ১৪ দিনের মতো সময় লাগতে পারে। তবে এর আগে ঠিক করার সর্বোচ্চ চেষ্টা করা হবে। চট্টগ্রামের মাঝির ঘাট থেকে পাথর বোঝাই করে খাগড়াছড়ি যাওয়ার পথে রাঙামাটির কুতুকছড়ি বেইলি ব্রিজের উপর উঠলে ওভারলোড ট্রাকটির চাপে ব্রিজ ভেঙে ট্রাকটি পানিতে ডুবে যায়। এসময় ট্রাকের ভেতরে থাকা তিনজনই শ্বাসবন্ধ হয়ে ভেতরেই মারা যান। Share this:FacebookX Related posts: চলতি মাসেই ভারতের সঙ্গে বিমান যোগাযোগ বাংলাদেশের শিগগিরই পূর্ণাঙ্গভাবে সড়ক আইন কার্যকর হবে : কাদের ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ দেশে ফিরছেন ড. বিজন, ভিসার জন্য হাইকমিশনে যোগাযোগ আইজিপি হচ্ছেন বেনজীর আহমেদ বুড়িগঙ্গা সেতু ঝুঁকিপূর্ণ ঘোষণা ৩৮তম বিসিএসের ফল প্রকাশ: নিয়োগ পাচ্ছেন ২২০৪ জন ক্যাডার বাংলাদেশে আবিষ্কার করোনার টিকা ৬ মাসের মধ্যে বাজারে আনার আশা যেখানে চিরনিদ্রায় শায়িত হলেন আল্লামা শফী করোনায় মৃত্যুর মিছিলে আরও ৩২ জন ‘উচ্ছেদ অভিযান দখলদারদের বিরুদ্ধে কোনো ব্যক্তির নয়’ নতুন বছরে ভেদাভেদ ভুলে জোরদার হোক ভ্রাতৃত্বের বন্ধন SHARES Matched Content জাতীয় বিষয়: ১৪ দিন বন্ধ থাকবে রাঙামাটি-খাগড়াছড়িরযোগাযোগসড়ক