মাইন্ড এইড হাসপাতালে অভিযান চালাচ্ছে স্বাস্থ্য অধিদফতর

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২০

অনলাইন ডেস্কঃ রাজধানীতে সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম শিপনের মৃত্যুর ঘটনায় মাইন্ড এইড হাসপাতালে অভিযান চালাচ্ছে স্বাস্থ্য অধিদফতর।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে এ অভিযান শুরু হয়। এতে হাসপাতালটির বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য পায় স্বাস্থ্য অধিদফতর।

সংস্থাটির ঢাকার সিভিল সার্জন মইনুল আহসান জানান, লাইসেন্স ছাড়াই চলছিল রাজধানীর আদাবরের মাইন্ড এইড হাসপাতাল।

‌অভিযান শেষে তিনি জানান, এই হাসপাতালের কোনো অনুমতি ছিল না। তারা স্বাস্থ্য অধিদফতরে চলতি বছরের মার্চে আবেদন করেছিল লাইসেন্সের। কিন্তু সেই আবেদনের সুরাহা হয়নি।