মেডিক্যাল কোরে প্রথম নারী ব্রিগেডিয়ার জেনারেল নাজমা বেগম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২০ অনলাইন ডেস্ক : বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে মেডিক্যাল কোর থেকে প্রথম নারী ব্রিগেডিয়ার জেনারেল হয়েছেন নাজমা বেগম। সেনাবাহিনীতে তিনিই সর্ব প্রথম নারী কর্মকর্তা, যিনি ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক হিসেবে নিযুক্ত হন। আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, জাতিসংঘের ইতিহাসে তিনি সর্বপ্রথম নারী কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে দু’বার জাতিসংঘের লেভেল-২ হাসপাতাল কমান্ড করেন এবং দু’বার মিশন এরিয়ায় কান্ট্রি সিনিয়রের দায়িত্ব পালন করেন। এছাড়া, বাংলাদেশ বিমান বাহিনীতে চাকুরীকালীন তিনি দু’টি (বিএএফ বেস জহুর এবং বেস বাশার) মেডিক্যাল স্কোয়াড্রন কমান্ড করেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তিনি ফোর্স কমান্ডার, এসআরএসজি, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের সেনাপ্রধান এবং প্রতিরক্ষা মন্ত্রীর প্রশংসাপত্র লাভ করেন। বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল কোর (হেল্থ কেয়ার মেনেজমেন্ট) এ ব্রিগেডিয়ার জেনারেল নাজমা বেগমের এ পদোন্নতি নারীর ক্ষমতায়নে এক নতুন অধ্যায়ের সূচনা করল। Share this:FacebookX Related posts: পাসপোর্ট নিয়ে রোহিঙ্গাদের বিদেশযাত্রার কথা জানে না সরকার এনু-রুপনের বাসায় মিলল সাড়ে ২৬ কোটি টাকা, এক কেজি স্বর্ণালঙ্কার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মাস্ক না পরে বাইরে বের হলে ৬ মাসের কারাদণ্ড চালু হচ্ছে আরও ১১ জোড়া ট্রেন ঐতিহাসিক ৬ দফা দিবস আজ ‘জোনভিত্তিক’ লকডাউনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ আর নেই ঢাকার ৪৫ এলাকা রেড জোন ঘোষণা, কাল থেকে লকডাউন ইউএনও ওয়াহিদার অনেকটা শঙ্কামুক্ত : চিকিৎসক পদ্মা সেতু প্রকল্পের ১৪ রেলস্টেশনে বসছে সোলার প্যানেল ‘কলাবাগানের ঘটনা চরম মাত্রার অপরাধ’ SHARES Matched Content জাতীয় বিষয়: