রংপুরে বিএডিসির সার-বীজ সঙ্কট, উৎপাদন ব্যাহতের আশঙ্কা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২০ নিউজ ডেস্ক : রংপুর অঞ্চলে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সার ও বীজের সঙ্কট দেখা দিয়েছে। এই অঞ্চলের পাঁচ জেলার ৮০০ জন ডিলার চাহিদামতো সার ও বীজ পাচ্ছেন না। রংপুরে পেলেও গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী ও লালমনিরহাট জেলা এখন পর্যন্ত ডিপিএ সারের কোনো বরাদ্দ পায়নি। ফলে বন্যার ধকল কাটিয়ে উঠে কৃষকরা সঠিক সময়ে সার ও বীজ পাবেন কি-না এ নিয়ে সংশয় দেখা দিয়েছে। রংপুর অঞ্চলের বিএডিসি বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, গত বছর এই অঞ্চলের পাঁচ জেলার ডিলাররা তিন হাজার ৯৫০ মেট্রিক টন আলুবীজ, দুই হাজার ৯৫০ মেট্রিক টন ধানবীজ, এক হাজার ২০০ মেট্রিক টন গমবীজ ও ৬২ মেট্রিক টন হাইব্রিড ধান বীজ বরাদ্দ পেয়েছিলেন। এবার এসব বীজের বরাদ্দ অর্ধেকও পায়নি তারা। ফলে ডিলাররা কৃষকদের মাঝে সময়মতো বীজ সরবরাহ করতে পারেননি। অপরদিকে জনপ্রতি ডিলারের প্রতিমাসে ৩০০ বস্তা করে ইউরিয়া সারের চাহিদা থাকলেও গত তিন মাসে ডিলাররা পেয়েছেন গড়ে ১৫ থেকে ১৮ বস্তা। ফলে চার দফা বন্যা ও এক দফার প্রবল বর্ষণের পর সময়মতো ফসল রোপণ করতে পারবে কি-না এ নিয়ে অনেক কৃষকের মাঝে দুশ্চিন্তা দেখা দিয়েছে। বিএডিসি বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশনের রংপুর অঞ্চলের সভাপতি বাবুল মিয়া বলেন, উদ্ভূত পরিস্থিতিতে সঙ্কট নিরসনে আমরা শনিবার (০৩ অক্টোবর) রংপুরের স্থানীয় একটি হোটেলে পাঁচ জেলার ডিলাররা মতবিনিময় করেছি। মতবিনিময় সভায় বিএডিসি বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশন রংপুর জেলার সভাপতি এসএম ইয়াসির ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ অন্যান্য জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমস্যার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অ্যাসেসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাক আলী হাকিম বলেন, অতিবৃষ্টি ও বন্যায় শষ্যভান্ডার বলে খ্যাত রংপুর অঞ্চল কৃষিতে অভাবনীয় বিপর্যয়ের মুখোমুখি হয়েছে। এ অঞ্চলের কৃষকরা আলু, গম, ভুট্টা, ধান ও বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করে স্থানীয় পর্যায়ে চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য স্থানে পাঠানো হবে। কিন্তু বিএডিসির ডিলাররা চাহিদাকৃত বীজ ও সার সময়মতো কৃষকদের কাছে পৌঁছাতে পারেনি। ফলে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। পীরগাছার কল্যাণী ইউনিয়নের আলু চাষি বুলবুল মিয়া বলেন, প্রতি বছর আমি বিএডিসির আলু, ও সবজি বীজ সংগ্রহ করে রোপণ করি। এবার বিএডিসির কোনো সার ও বীজ পাইনি। বাজার থেকে বেশি দামে সার বীজ সংগ্রহ করে চাষ করতে হবে। রংপুর বিএডিসির উপপরিচালক আসাদুজ্জামান খান আলু বীজ সঙ্কটের কথা স্বীকার করে বলেন, বন্যার কারণে সারা দেশে আলু বীজের সঙ্কট রয়েছে। অন্যান্য বীজের সঙ্কট না থাকলেও বরাদ্দ কিছু কম রয়েছে। সারের বিষয়টি আমি দেখি না। তবে শুনেছি সারেও কিছু সঙ্কট রয়েছে। Share this:FacebookX Related posts: রংপুরে কন্যা শিশুকে পানিতে চুবিয়ে হত্যা রংপুরে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় চারজন নিহত রংপুরে দেশীয় চোলাই মদ পান করে চারজনের মৃত্যু রংপুরে ধর্ষক স্কুল শিক্ষকের বহিস্কার ও শাস্তি দাবিতে মানববন্ধন ঠাকুরগাঁওয়ে নদীর পানিতে গোসল করতে গিয়ে সেনা সদস্যের মৃত্যু শুঁটকি উৎপাদন-সংরক্ষণে ১৯৮ কোটি টাকার প্রকল্প ৬৪৩ কোটি টাকায় ৩ লাখ টন সার কিনছে সরকার ভারতে উৎপাদন হবে রাশিয়ার ‘স্পুটনিক-৫’ ভ্যাকসিন ঢাকা ও রংপুরে বসছে নতুন রাডার মির্জাগঞ্জে করোনায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে সার,বীজ,জার ও নেট জাল বিতরণ নেপালে ৫০ হাজার টন সার রফতানি করবে বাংলাদেশ SHARES Matched Content সকল খবর বিষয়: আশঙ্কাউৎপাদনবিএডিসিরবীজব্যাহতেররংপুরেসঙ্কটসার-