সৌদিতে কিশোরী খুন : ঢাকায় রিক্রুটিং এজেন্সির মালিক আটক দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২০ নিউজ ডেস্ক :চাকরির জন্য সৌদি আরবে গিয়ে নির্মম নির্যাতনের শিকার হয়ে কিশোরী উম্মে কুলসুমের (১৪) মৃত্যুর ঘটনায় তাকে সেদেশে পাঠানো রিক্রুটিং এজেন্সির মালিক মকবুল হোসাইন ও তার সহযোগী তারেককে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় রাজধানীর ফকিরাপুলে মেসার্স এম এইচ ট্রেড ইন্টারন্যাশনাল নামে ওই রিক্রুটিং এজেন্সির কার্যালয়ে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে অভিযান শুরু হয়। অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সৌদি আরবে গৃহকর্তার নির্যাতনে কিশোরী উম্মে কুলসুম নিহত হওয়ার ঘটনায় তাকে সৌদিতে পাঠানো রিক্রুটিং এজেন্সির কার্যালয়ে অভিযান চালানো হচ্ছে। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। এর আগে ৯ আগস্ট চাকরির আশায় সৌদি আরবে গিয়ে নির্মম নির্যাতনের শিকার হয়ে সৌদি আরবের একটি হাসপাতালে মারা যান ব্রাহ্মণবাড়িয়ার কিশোরী উম্মে কুলসুম (১৪)। ১১ সেপ্টেম্বর রাতে কুলসুমের মরদেহ দেশে আনা হয়। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নূরপুর গ্রামের শহিদুল ইসলামের মেয়ে উম্মে কুলসুমকে স্থানীয় দালাল রাজ্জাক মিয়ার মাধ্যমে ৩০ হাজার টাকা খরচ করে ১৭ মাস আগে এম এইচ ট্রেড ইন্টারন্যাশনালের মাধ্যমে গৃহকর্মীর কাজে সৌদি আরব পাঠানো হয়। সেখানে গৃহকর্মী হিসেবে যোগদানের পর থেকেই কুলসুমের ওপর শারীরিক ও যৌন নির্যাতন শুরু করে মালিকপক্ষ। নির্যাতনের কারণে কুলসুমকে ফিরিয়ে আনার জন্য রিক্রুটিং এজেন্সির সঙ্গে একাধিকবার যোগাযোগ করার পরও তাদের পক্ষ থেকে কোনো সাড়া পায়নি পরিবার। এর মধ্যে চার মাস আগে সৌদি আরবে গৃহকর্তা ও তার ছেলে মিলে কুলসুমের দুই হাঁটু, কোমর ও পা ভেঙে দেয়। এর কিছুদিন পর একটি চোখ নষ্ট করে রাস্তায় ফেলে দেয়। সেখান থেকে তাকে হাসপাতালে নেয়া হয়। Share this:FacebookX Related posts: ঢাকায় বিজিবি-বিএসএফ সম্মেলনের দিনক্ষণ চূড়ান্ত খুন হওয়া’ কিশোরী জীবিত উদ্ধার : বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ গাজীপুরে ইজ্জত লুটের আসামি আটক থানা হবে অসহায়-নিপীড়িত মানুষের আস্থার প্রতীক : আইজিপি সারাদেশে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে শনিবার খেলার সময় হাতে নাতে ১১ জুয়াড়ি আটক তাহিরপুর সীমান্তে ভারতীয় গাঁজা সহ নাসির বিড়ির চালান আটক অনুমোদন হয়নি ঢাকাসহ সারা দেশে এলাকাভিত্তিক লকডাউন করোনা: একদিনে সুস্থ ৩ হাজারেরও বেশি মোবাইলে পৌঁছে যাবে শিক্ষকদের বেতন আত্রাই থানা পুলিশের অভিযানে ৮জুয়াড়ি আটক আমদানিকারক লাল্টু পাউডার জাতীয় পণ্য মিথ্যা ঘোষণায় আনায় বেনাপোলে পণ্যবাহী ট্রাক আটক SHARES Matched Content জাতীয় বিষয়: আটকএজেন্সিরকিশোরীখুনঢাকায়মালিকরিক্রুটিংসৌদিতে