করোনায় আরও ৪১ মৃত্যু, শনাক্ত ১৮৯২ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২০ অনলাইন ডেস্কঃ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। আর গত এক দিনে মারা যাওয়া ৪১ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৪ হাজার ৬৩৪ জনে দাঁড়াল। এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ৮৯২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৩ লাখ ৩২ হাজার ৯৭০ জনের। গেলো ২৪ ঘন্টায় ১৫ হাজার ৬৪২টি নমুনা সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নতুন করে ২ হাজার ৭৪৬ জন রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৩৩ হাজার ৫৫০ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৯৪টি ল্যাবে ১৫ হাজার ৫৫৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৬ লাখ ৯০ হাজার ১১টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ১৬ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৯ দশমিক ৭০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭০ দশমিক ১৪ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৯ শতাংশ। Share this:FacebookX Related posts: করোনায় আরও ৩৬ মৃত্যু, শনাক্ত ১৮৯২ দেশে করোনায় আরও একজনের মৃত্যু করোনায় আরও ২৩ জনের মৃত্যু, শনাক্ত ১১২৫ করোনায় আরও ১৪ জনের মৃত্যু, শনাক্ত ১২৭৪ ২৪ ঘণ্টায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত রোগী মৃত্যু আরও ২৮, শনাক্ত ১৮৪৭ করোনায় আরও ৩২ মৃত্যু, শনাক্ত ১৪৭০ গত ২৪ ঘণ্টায় করোনায় ২৪ মৃত্যু, শনাক্ত ৯১০ মৃত্যুর মিছিলে আরও ২২, শনাক্ত ৮৪৯ ২৪ ঘণ্টায় করোনায় ৭ জনের মৃত্যু, শনাক্ত ৪৩৫ দেশে করোনায় আরও ১০ জনের মৃত্যু, শনাক্ত ৩৮৮ করোনায় আরও ৮ জনের মৃত্যু, শনাক্ত ৪০৬ SHARES Matched Content জাতীয় বিষয়: ১৮৯২৪১ মৃত্যুকরোনায় আরওশনাক্ত