মৃত্যুর মিছিলে আরও ২২, শনাক্ত ৮৪৯

প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২১

নিউজ ডেস্কঃ মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৮০৩ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৮৪৯ জন। মোট শনাক্ত ৫ লাখ ২৩ হাজার

৩০২ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৯১৭ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৬৭ হাজার ৭১৮জন সুস্থ হয়ে উঠেছেন।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো জানানো হয়, ১৯৩টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার১৮১ টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ৯৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৩৩ লাখ ৭১ হাজার৪১৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ৬ দশমিক শূন্য ২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৩৮শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।