পবিত্র আশুরা ৩০ অগাস্ট দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২০ অনলাইন ডেস্ক : আগামী ৩০ অগাস্ট (রোববার) সারাদেশে পবিত্র আশুরা পালিত হবে। বৃহস্পতিবার বাংলাদেশের আকাশে ১৪৪২ হিজরি সনের পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে শুক্রবার থেকে পবিত্র মুহাররম মাস গণনা শুরু হচ্ছে। সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: আলতাফ হোসেন চৌধুরী। সভায় তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মিজান-উল-আলম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ (অতিরিক্ত সচিব), বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের পিএসও আবু মোহাম্মদ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক ড. মো. আবদুল মান্নান, সরকারি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মো. আলমগীর রহমান, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, চকবাজার শাহী জামে মসজিদের খতীব মাওলানা শেখ নাঈম রেজওয়ান ও লালবাগ শাহী জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মদ নেয়ামতুল্লাহসহ বিশিষ্ট আলেম-ওলামারা উপস্থিত ছিলেন। ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় ১৪৪২ হিজরি সনের পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে, ২৯ জিলহজ ১৪৪১ হিজরি, ০৫ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ, ২০ অগাস্ট ২০২০ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গিয়েছে। এমতাবস্থায় ০৬ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ, ২১ অগাস্ট ২০২০ খ্রিস্টাব্দ শুক্রবার থেকে পবিত্র মুহাররম মাস গণনা শুরু হবে। এই প্রেক্ষিতে, আগামী ১০ মুহাররম ১৪৪২ হিজরি, ১৫ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ, ৩০ অগাস্ট ২০২০ খ্রিস্টাব্দ, রোববার সারাদেশে পবিত্র আশুরা পালিত হবে। Share this:FacebookX Related posts: পবিত্র শব-ই-কদর আজ আজ পবিত্র আশুরা প্রথমবারের মতো শিশুদের কথা শুনলেন ৩শ’ সংসদ সদস্য শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা হচ্ছে : শিক্ষামন্ত্রী খুলনা, চট্টগ্রামে পানি শোধনাগার প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রতি উপজেলার দুজনের নমুনা পরীক্ষার নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে করোনায় আরও দুজনের মৃত্যু, আক্রান্ত বেড়ে ৭০ ‘শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়’ পদোন্নতি পেয়ে ডিআইজি হলেন ১১ পুলিশ কর্মকর্তা বেতার বিশ্বব্যাপী একটি জনপ্রিয় গণমাধ্যম: রাষ্ট্রপতি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ল ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কোনো মুক্তিযোদ্ধা কষ্টে থাকবে না: প্রধানমন্ত্রী SHARES Matched Content জাতীয় বিষয়: ৩০ অগাস্টআশুরাপবিত্র