বাবা-মায়ের কবরের পাশে ধর্ম প্রতিমন্ত্রীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, জুন ১৪, ২০২০

অনলাইন ডেস্ক : গোপালগঞ্জে ধর্ম প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আব্দুল্লাহ-এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। আজ রোববার আসর বাদ তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার কেকানিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে সমাহিত করা হয়। এর আগে বাড়ির মসজিদ প্রাঙ্গনে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রতিমন্ত্রীর জানাযার নামাজে উপস্থিত ছিলেন।

বিকেল ৪টা ২০ মিনিটে ঢাকা থেকে সরাসরি তাঁর লাশ গ্রামের বাড়ি কেকানিয়া গ্রামে এসে পৌঁছায় এবং বিকেল ৪-৫৫ মিনিটে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ বিধি মেনে জানাজা অনুষ্টিত হয় এবং পরে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
ধর্ম

প্রতিমন্ত্রী ও গোপালগঞ্জের সকলের প্রিয় আব্দুল্লাহ ভাইয়ের মৃত্যুর খবরে জেলার সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। নেতা-কর্মিসহ সর্বস্তরের লোকজন শোক প্রকাশ করেছেন তাঁর এই মৃত্যুতে। তাঁর মৃত্যুর খবর শুনার পর শহরের কলেজ রোডের বাসায় ও গ্রামের বাড়ীতে দীর্ঘদিনের রাজনৈতিক সহচর, সহকর্মী, নেতা-কর্মী ও স্বজনেরা ছুটে যান। তারা নিহত নেতার সর্বশেষ খবর জানার জন্য স্বজনদের সাথে প্রতিমুহুর্তের খবর রাখেন।

তার মৃত্যুতে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনসহ বিভিন্ন শ্রেনী পেশা ও সংগঠন শোক প্রকাশ করেছেন।