রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:০২ পূর্বাহ্ণ, মে ২১, ২০২৩ স্টাফ রিপোর্টার : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার (২০ মে) সন্ধ্যায় বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি ও তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। সেখানে কুশল বিনিময়ের পাশাপাশি প্রধানমন্ত্রী তার সাম্প্রতিক সময়ে জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরের বিভিন্ন বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এসময় সফল সফরের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রীর এ সফরের মাধ্যমে জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগসহ দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে। রাষ্ট্রপতি তার লেখা বই ‘এগিয়ে যাবে বাংলাদেশ’ প্রধানমন্ত্রীকে উপহার দেন। এসময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। Share this:FacebookX Related posts: পিইসি-জেএসসি-জেডিসির ফলাফল প্রধানমন্ত্রীর হাতে প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা ৭৩ হাজার কোটি টাকার আর্থিক সহায়তা ঘোষণা প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ বিপর্যয় মোকাবেলায় বৈশ্বিক সমন্বয়ের আহ্বান প্রধানমন্ত্রীর কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ ৫০ শতাংশে উন্নীত করার অঙ্গীকার প্রধানমন্ত্রীর নিজেকে সুরক্ষিত রেখে অপরকে সুরক্ষিত করার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বজুড়ে সবুজ ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধির পরামর্শ প্রধানমন্ত্রীর বিশ্বে বাংলাদেশের পতাকাকে সমুন্নত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর করোনা সংক্রমণ বাড়লে স্থানীয়ভাবে লকডাউন দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ছাত্রলীগকে লোভ-লালসার ঊর্ধ্বে থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর নতুন বাজার খোঁজার পরামর্শ প্রধানমন্ত্রীর মার্কেটগুলোতে নজরদারি বাড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর SHARES Matched Content জাতীয় বিষয়: প্রধানমন্ত্রীররাষ্ট্রপতির সঙ্গেসৌজন্য সাক্ষাৎ