বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় প্রায় ৩ কোটি টাকা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৩ অনলাইন ডেস্ক ; বঙ্গবন্ধু সেতুতে একদিনে টোল আদায় প্রায় ৩ কোটি টাকা। ঈদকে সামনে রেখে ঈদের ছুটির আগেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধৃ সেতু মহাসড়কে ইতিমধ্যে অতিরিক্ত যানবাহন চলাচলের চাপ বৃদ্ধি পাচ্ছে। মহাসড়কে অতিরিক্ত যানবাহন বৃদ্ধির ফলে বঙ্গবন্ধু সেতু দিয়ে পারাপার ও টোল আদায় স্বাভাবিকের তুলনায় প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ জানায়, গত সোমবার (১৭ এপ্রিল) সকাল ৬ টাকা থেকে মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ৬ টা পর্যন্ত গেল ২৪ ঘণ্টায় সেতুর উপর দিয়ে ছোট-বড় ২২ হাজার ৪৮৫ টি যান পারাপার এবং ২ কোটি ৯৬ লাখ ৪ হাজার ৫০০ টাকা টোল আদায় হয়েছে। তারধ্যে বঙ্গবন্ধু সেতু পূর্ব টাঙ্গাইল অংশে ১১ হাজার ৫৫৮ টি যানবাহন পারাপার ও টোল আদায় ১ কোটি ৩০ লাখ ১ হাজার ৬০০ টাকা এবং সেতু পশ্চিম সিরাজগঞ্জ অংশে ১০ হাজার ৯২৭ টি যানবাহন পারাপার ও টোল আদায় ১ কোটি ৬৬ লাখ ২৯ হাজার টাকা। এদিকে, মঙ্গলবার ভোর থেকে মহাসড়কের টাঙ্গাইল রাবনা বাইপাস, এলেঙ্গা বাসস্ট্যান্ড ও বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন এলাকায় ঘুরে মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ বৃদ্ধি দেখা গেছে। তবে, বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যানবাহনের চাপও বাড়লেও স্বাভাবিক গতিতেই যানবাহন চলাচল করছে। বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল জানান, যানবাহনের চাপ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সেতুতে ২২ হাজার ৪৮৫ টি যানবাহন পারাপার এবং ২ কোটি ৯৬ লাখ ৪ হাজার ৫০০ টাকা টোল আদায় করা হয়েছে। ঈদে ঘরমুখো মানুষদের যাতে ভোগান্তিতে পড়তে না হয় সে লক্ষ্যে অতিরিক্ত টোল বুথ বসানো হয়েছে। Share this:FacebookX Related posts: করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় ৭৮৬ জন নতুন শনাক্তের রেকর্ড ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ১৪৪ পুলিশ, মোট ১৪২৯ করোনায় ২৪ ঘণ্টায় ১৯ মৃত্যু, শনাক্ত ১১৬২ ২৪ ঘণ্টায় আরো ১৯৮ পুলিশ করোনায় আক্রান্ত করোনায় ২৪ ঘণ্টায় ফের সর্বোচ্চ শনাক্ত করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যুর মিছিলে ৩৮ জন ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত ১৩২৯ ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৮ জনের মৃত্যু, শনাক্ত ১৮৯৯ দেশে ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত ছাড়ালো সাত হাজার বঙ্গবন্ধু সেতু থেকে ৬৪৩৪ কোটি টাকার টোল আদায় ২৪ ঘণ্টায় করোনায় আরও ৫৫৭ জন শনাক্ত আঞ্চলিক মহাসড়ক থেকে টোল আদায়ের নির্দেশ প্রধানমন্ত্রীর SHARES Matched Content জাতীয় বিষয়: ২৪ ঘণ্টায়টোল আদায়প্রায় ৩ কোটি টাকাবঙ্গবন্ধু সেতুতে