খসড়া তালিকা প্রকাশ, নতুন ভোটার প্রায় ৮০ লাখ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৩ নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। হালনাগাদ শেষে দেশে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১১ কোটি ৯০ লাখ ৬১ হাজার ১৫৮ জন। এর মধ্যে নতুন ভোটার হলো ৭৯ লাখ ৮৩ হাজার ২৭৭ জন। রোববার নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম বলেন, মৃত ভোটার কাটা হয়েছে ২২ লাখ ৯ হাজার ১২৯ জন। মৃত ভোটার কর্তনের পর দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১১ কোটি ৯০ লাখ ৬১ হাজার ১৫৮ জন। এদের মধ্যে পুরুষ ৬ কোটি ৩ লাখ ৮৩ হাজার ১১২ জন। মহিলা ভোটার ৫ কোটি ৮৬ লাখ ৭৭ হাজার ২০৯ জন। এছাড়া হিজড়া ভোটার রয়েছেন ৮৩৭ জন। গত ২০ নভেম্বর থেকে চলতি বছরের ২০ মে পর্যন্ত চার ধাপে তথ্য সংগ্রহ ও নিবন্ধনের কাজ সম্পন্ন করে ইসি। হালনাগাদের খসড়া তালিকা পূর্ব ঘোষিত সময় (১৫ জানুয়ারি) অনুযায়ী প্রকাশ করা। এটি বিভিন্ন জনবহুল স্থানে প্রকাশ্যে টাঙিয়ে দেওয়া হয়েছে, যেন কারো কোনো ভুল থাকলে আবেদন সংশোধনের সুযোগ পান। এক্ষেত্রে দাবি, আপত্তি বা সংশোধনের আবেদন করার শেষ সময় ৩১ জানুয়ারি। অর্থাৎ দাবি, আপত্তি বা সংশোধনের জন্য সময় থাকছে ১৬ দিন। সংশোধনকারী কর্তৃপক্ষ সেই আবেদন নিষ্পত্তি করবে ৭ ফেব্রুয়ারির মধ্যে। আবেদন নিষ্পত্তির পর হালনাগাদকৃত চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী ২ মার্চ। দাবি, আপত্তি ও সংশোধন সংক্রান্ত আবেদন নিষ্পত্তির জন্য প্রতিটি ভোটার এলাকার জন্য ক্ষেত্রবিশেষে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা/অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা/সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসার/অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার/উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। এছাড়া সিটি করপোরেশন ও ফ্যান্টনমেন্ট বোর্ড এলাকার জন্য আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা/সিনিয়র জেলা নির্বাচন অফিসার/জেলা নির্বাচন অফিসার/অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)/ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার এবং কতিপয় বিশেষ এলাকার জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)/অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা)-কে সংশোধনকারী কর্তৃপক্ষ (রিভাইজিং অথরিটি) নিয়োগ করা হয়েছে। চলমান হালনাগাদ কার্যক্রমের জন্য ব্যয় ধরা হয়েছে ১০৬ কোটি ৬৪ লাখ ৬৯ হাজার টাকা, যা আগেরবারে চেয়ে ২৬ কোটি টাকা বেশি। ২০০৭-২০০৮ সালে ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়নের পর এ পর্যন্ত ভোটার তালিকা হালানাগাদ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে পাঁচবার। ২০০৯-২০১০ সাল, ২০১২-২০১৩ সাল, ২০১৫-২০১৬ সাল, ২০১৭-২০১৮ সাল ও ২০১৯-২০২০ সালে বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ কার্যক্রম পরিচালনা করেছে ইসি। Share this:FacebookX Related posts: নির্বাচনই সরকার বিদায়ের একমাত্র পথ : তথ্যমন্ত্রী জাতীয় পার্টির মেয়র প্রার্থীসহ ১৮ জনের মনোনয়ন বাতিল কাউন্সিলরপ্রার্থীদের হুমকি, লিখিত অভিযোগ দিলেন ইশরাক নির্বাচনী বিধি লঙ্ঘন করায় আতিকুলকে শোকজ ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন: দুই সিটির দায়িত্বেই আ’লীগ ভোট পুনঃগণনায় বদলে গেল ৩১ নম্বর ওয়ার্ডের ফল ডিএসসিসি’র মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তাপস মেয়র পদে থাকার যোগ্যতা নেই তাপসের: সাঈদ খোকন ৩২৩ ইউপি’র নির্বাচন ১১ এপ্রিল সব রাজনৈতিক দলের ঐক্যে নতুন কমিশন হওয়া উচিত : সিইসি ‘সব আসনে ইভিএমে ভোট করার সামর্থ আমাদের নেই’ আগামী সংসদ নির্বাচনে সেনাবাহিনী চায় ইসি SHARES Matched Content জাতীয় বিষয়: খসড়া তালিকা প্রকাশনতুন ভোটার প্রায় ৮০ লাখ