যারা দুস্কর্ম করে তাদের যথাযোগ্য বিচার হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২২ অনলাইন ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বিশ্ববিদ্যালয়ে ছাত্রী ধর্ষণ ও নির্যাতনে বিচার হচ্ছে না এই কথাটা কিন্তু সঠিক নয়। যারা এই অন্যায় করে, দুস্কর্ম করে তাদের যথাযোগ্য বিচার হচ্ছে। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অলিলা অপালওয়্যার ইন্ডাট্রিজ লিমিটেডের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ছাত্রলীগ, শ্রমিকলীগ, জনপ্রতিনিধি বা যেকোনো প্রভাবশালী ব্যক্তি বা তার ছেলের জন্য আইন বসে থাকে না। আইন সবার জন্যই সমান। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অচিরেই দেখবেন যারা এ ধরনের অন্যায় বা দোষ করেছে তাদের বিচার হচ্ছে।’ বিদ্যুতের লোডশেডিং বিষয়ে তিনি বলেন, ‘প্রশ্ন আসছে আমরা লোডশেডিং করছি কেন? আপনারা সবাই জানেন রাশিয়া ও ইউক্রেনের ভেতরে যুদ্ধের কারণে সারা বিশ্ব আজ তালমাতাল অর্থনীতিতে। আপনারা আমেরিকা দেখুন, ইংল্যান্ড দেখুন, তাদের তুলনা করে যদি আমাদের দেশের কথা বলেন, তাহলে বুঝতে পারবেন ইকোনমিক দিক দিয়ে আমরা এখনো ভালো অবস্থানে আছি। তাই দেশে পরিকল্পনা মাফিক লোডশেডিং করা হচ্ছে।’ আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘দেশে এখন আর কোনো কিছুর অভাব শোনা যায় না। বাংলাদেশে ক্ষুধা-দারিদ্র্য বলে কিছুই নেই। আমি তো মনে করি আমাদের দেশের দারিদ্র্য, তারা কিভাবে কাজ করেন, তারা কিভাবে কাজ করেছিলেন। দারিদ্র্য কিরকম ছিল আগেরদিনে। এখন দারিদ্র্য মোকাবেলা করে দেশ আজ এই জায়গায় আসছে। এগুলো কয়েকদিন পরে আমাদের নতুন প্রজন্মকে দেখাতে হলে, জানাতে হলে মিউজিয়ামে যেতে হবে।’ অলিলা গ্রুপের চেয়ারম্যান হাসিনা নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া প্রমুখ। পরে অলিলা গ্লাস ইন্ডাষ্ট্রিজ লিমিটেড প্রাঙ্গণে ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মঞ্চে উপস্থিত অতিথিদের সম্মাননা স্মারক দেওয়া হয়। Share this:FacebookX Related posts: ১০ জানুয়ারি বাণিজ্য মেলা বন্ধ রাখার অনুরোধ জানাব : স্বরাষ্ট্রমন্ত্রী মাদক নির্মূলে তিনভাবে কাজ করছি : স্বরাষ্ট্রমন্ত্রী অন্যায় যেই করুক ছাড় দেয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে কোনো ‘ঝুঁকিপূর্ণ’ ভোটকেন্দ্র নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সিনহা হত্যা: রিপোর্ট পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যেক উপজেলায় হচ্ছে ফায়ার স্টেশন: স্বরাষ্ট্রমন্ত্রী আল জাজিরার প্রতিবেদন ‘দেশবিরোধী ষড়যন্ত্রের’ অংশ: স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডকে স্বতন্ত্র বাহিনী করার পরিকল্পনা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী মুশতাকের মৃত্যুর কারণ জানতে ‘প্রয়োজনে’ তদন্ত কমিটি: স্বরাষ্ট্রমন্ত্রী আগুন নেভানোর প্রশিক্ষণ নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশে নিতে কোনো আবেদন করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী পশুবাহী যানে চাঁদাবাজি বন্ধে নজরদারি থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী SHARES Matched Content জাতীয় বিষয়: তাদেরযথাযোগ্য বিচার হচ্ছেযারা দুস্কর্ম করেস্বরাষ্ট্রমন্ত্রী