দেশে করোনায় আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ১০৭২ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২২ সময় নিউজ ডেস্ক :করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৭২ জনের। করোনায় মারা যাওয়া সাতজনের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় দুজন করে এবং সিলেট একজন। তাদের মধ্যে চারজন পুরুষ ও তিনজন নারী। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ২৪১ জন। আর মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৯৭ হাজার ৪১২ জনের। গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৯০২টি নমুনা সংগ্রহ করা হয়। ১০ হাজার ৯৭৪টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ৭৭ শতাংশ। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৯৯৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ২৬ হাজার ৯৫৭ জন। প্রসঙ্গত, দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম একজনের মৃত্যু হয়। Share this:FacebookX Related posts: করোনায় আরও ২৩ জনের মৃত্যু, শনাক্ত ১১২৫ করোনায় আরও ১৪ জনের মৃত্যু, শনাক্ত ১২৭৪ করোনায় আরও ৩৯ জনের মৃত্যু, শনাক্ত ২১৫৬ করোনায় আরও ৩৬ জনের মৃত্যু, শনাক্ত ১৯০৮ করোনায় আরও ৩৫ জনের মৃত্যু, শনাক্ত ১৮৮৮ করোনায় ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের মৃত্যু, শনাক্ত ১৮৯২ করোনায় আরও ২৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৫৪০ করোনায় আরও ৩২ জনের মৃত্যু, শনাক্ত ১২৭৫ করোনায় আরও ২২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৭ করোনায় আরও ৩১ জনের মৃত্যু, শনাক্ত ২৫১৩ করোনায় আরও ৩২ মৃত্যু, শনাক্ত ১৪৭০ গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৭, শনাক্ত ৫১৫ SHARES Matched Content জাতীয় বিষয়: ১০৭২৭আরওকরোনায়জনেরদেশেমৃত্যুশনাক্ত