টানা ১৯ দিন করোনায় মৃত্যু শূন্য দেশ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, মে ৯, ২০২২ নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে কেউ মারা যায়নি। এ নিয়ে টানা ১৯ দিন দেশ মৃত্যু শূন্য রয়েছে। এর আগে ২০ এপ্রিল একজন মারা গিয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। এতে বলা হয়, আজ দেশে করোনার নতুন রোগী শনাক্ত হয়েছে ৩০ জন। গতকাল শনাক্ত হয়েছিল ২৩ জন। দেশে গত ২৪ ঘন্টায় ৭ হাজার ৪১৩ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৩০ জন। শনাক্তের হার দশমিক ৪০ শতাংশ। আগের দিন ৫ হাজার ৫৯৯ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ২৩ জন। গতকাল শনাক্তের হার ছিল দশমিক ৪১ শতাংশ। দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪০ লাখ ২০ হাজার ২৬০ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫২ হাজার ৮২৯ জন। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ৫ হাজার ৭৯৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২০ জন। শনাক্তের হার দশমিক ৩৪ শতাং । গতকাল এই হার ছিল দশমিক ৪০ শতাংশ। করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল ও বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২৭২ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৭ হাজার ৭৯৮ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ১৮ শতাংশ। Share this:FacebookX Related posts: টানা ১৮ দিন করোনায় মৃত্যু শূন্য দেশ করোনায় আক্রান্ত আরও ২ জন করোনায় লম্বা হচ্ছে লাশের মিছিল করোনায় আজও ৪২ জনের মৃত্যু করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু করোনায় জীবন রক্ষাকারী প্রথম ওষুধ আবিষ্কার করোনায় আক্রান্ত অর্ধেকেরও বেশি সুস্থ করোনায় মৃত্যু ৬ হাজার ৯০০ ছাড়াল করোনায় ২৫ জনের মৃত্যু করোনায় মৃতের সংখ্যা বেড়েছে দেশে করোনায় আক্রান্ত ছাড়াল ৮ লাখ করোনায় বিধিনিষেধের মেয়াদ আরও বাড়ল SHARES Matched Content জাতীয় বিষয়: করোনায়টানা ১৯ দিনমৃত্যু শূন্য দেশ