প্রেসক্লাবে পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, মার্চ ১, ২০২১ সময় সংবাদ ডেস্কঃস্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘গতকাল (রোববার) আমরা দেখলাম জাতীয় প্রেসক্লাবের সামনে একা একজন পুলিশকে পেয়ে কীভাবে পেটানো শুরু হয়েছিল। তা সবাই দেখেছেন। সেখানে পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে। ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে।’ পুলিশ মেমোরিয়াল ডে-২০২১ উপলক্ষে পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং স্বীকৃতি স্মারক তুলে দিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। মিরপুর-১৪ পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। অনুষ্ঠান ও বক্তব্য শেষে বের হওয়ার পথে প্রেসক্লাবের ঘটনা সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, পরিস্থিতি অতিমাত্রায় চলে যাওয়ায় নিয়ন্ত্রণের জন্য টিয়ারশেল ছুঁড়ে পুলিশ।’ জাতীয় প্রেসক্লাবের ভেতরে যেন বহিরাগতরা ডুকতে না পারে, সেজন্য প্রেসক্লাব কর্তৃপক্ষকে দায়িত্ব নিতে হবে বলেও উল্লেখ করেন তিনি। জাতীয় প্রেসক্লাবের সামনে ও ভেতরে বহিরাগতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় পুলিশ প্রেসক্লাবের দিকে তাক করে টিয়ারশেল নিক্ষেপ করেছে। বহিরাগতরা ও পুলিশ প্রেসক্লাবে ঢুকে পড়ল। তাহলে কী প্রেসক্লাব অনিরাপদ? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘প্রেসক্লাব অনিরাপদ হয়নি। আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমিও আধাঘণ্টা ধরে দেখেছি, আপনারাই ছবি তুলে প্রচার করেছেন। সেটার মধ্যে এই দৃশ্যও দেখেছেন- একজন পুলিশ এক জায়গায় একা দাঁড়িয়েছিল। তাকে বড় বড় লাঠি দিয়ে পেটানোর দৃশ্যও আপনারা দেখেছেন। চরম ধের্যের সঙ্গে পুলিশ পরিস্থিতি মোকাবিলা করেছে। প্রেসক্লাবের ভেতরে কোনোদিন আমাদের পুলিশ ঢোকে না। এদিন যেভাবে ইটপাটকেল ছুঁড়ছিল সে সময় দুএকজন হয়ত ঢুকেছে। প্রেসক্লাবের রীতি অনুযায়ী সেখানে পুলিশ ঢোকে না। কিন্তু যেভাবে ইটপাটকেল ও মারামারির সৃষ্টি হয়েছিল, সেখানে উচিত ছিল মারামারি না করা।’ টিয়ার গ্যাসের বিষয়ে তিনি বলেন, ‘ঘটনা যখন অতিমাত্রায় চলে যায় তখন পুলিশ টিয়ার গ্যাস মেরেছে। এটা সরানোর কৌশল মাত্র।’ প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সরকারের রূপকল্প বাস্তবায়নে ও উন্নয়নে নিরাপত্তা স্থিতিশীল রাখার নিয়ামক হিসেবে কাজ করে যাচ্ছে পুলিশ। এই বাহিনী শুধু আইনশৃঙ্খলা রক্ষার কাজ করে না, জঙ্গি নির্মূলেও পুলিশ কাজ করে যাচ্ছে। জঙ্গি উত্থানের সময় পুলিশকে আহত করা হয়েছিল, সে চিত্র আমরা রাজশাহীতে এক জঙ্গিবিরোধী অভিযানে দেখেছি। গতকালও আমরা একই ঘটনা দেখলাম জাতীয় প্রেসক্লাবে।’ Share this:FacebookX Related posts: ১০ জানুয়ারি বাণিজ্য মেলা বন্ধ রাখার অনুরোধ জানাব : স্বরাষ্ট্রমন্ত্রী মাদক নির্মূলে তিনভাবে কাজ করছি : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের সব উদ্যোগ নেয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী অন্যায় যেই করুক ছাড় দেয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে কোনো ‘ঝুঁকিপূর্ণ’ ভোটকেন্দ্র নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় থাকা শ্রমিকরাই কাজে যোগ দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী সিনহা হত্যা: রিপোর্ট পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী নোয়াখালীর ঘটনা চরম বর্বরতা: স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যেক উপজেলায় হচ্ছে ফায়ার স্টেশন: স্বরাষ্ট্রমন্ত্রী আল জাজিরার প্রতিবেদন ‘দেশবিরোধী ষড়যন্ত্রের’ অংশ: স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডকে স্বতন্ত্র বাহিনী করার পরিকল্পনা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী মুশতাকের মৃত্যুর কারণ জানতে ‘প্রয়োজনে’ তদন্ত কমিটি: স্বরাষ্ট্রমন্ত্রী SHARES Matched Content জাতীয় বিষয়: দিয়েছেপরিচয়প্রেসক্লাবে পুলিশ ধৈর্যেরস্বরাষ্ট্রমন্ত্রী