৪৯ বছরের ইতিহাসে এতো ধর্ষণ-নির্যাতন দেখিনি : মান্না দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২০ নিউজ ডেস্ক :নাগরিক এক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, বাংলাদেশ স্বাধীনের ৪৯ বছরের ইতিহাসে এতো পরিমাণ ধর্ষণ, নির্যাতন দেখিনি। শনিবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে জাতীয়তাবাদী প্রজন্ম-৭১ আয়োজিত ‘বিচারহীনতার সংস্কৃতি, ন্যায়বিচার এবং বর্তমান বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মান্না বলেন, দেশের এক মন্ত্রী বলল, ক্রসফায়ার আমাদের সংস্কৃতি হয়েছে গেছে। না, এটা হতে পারে না। বলা যায় অপসংস্কৃতি, বিনা বিচারে হত্যা কাম্য না। আর বিচার শব্দটিও হারাতে বসেছে, বিচারের নামে বিচারহীনতাকে বেঁচে নেয়া হয়েছে এখন। রাষ্ট্রীয় সংস্থাকে দলীয়করণ করে ভোট ডাকাতিতে ব্যবহার করা হয়। তাহলে কিভাবে ভালোর আশা করে, কিভাবে বিচার পাবেন। তিনি বলেন, মৃত্যুদণ্ড কোনো বিচারের সমাধান দিতে পারে না, আমি এটা সমর্থন করি না। সত্যিকারের বিচার হলে অবশ্যই খুন, গুম কমে আসতো। এখন ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করা হয়েছে। ধর্ষক তো ধর্ষণের পর এবার তাকে হত্যা করবে। এর মাধ্যমে ধর্ষক প্রমাণ মুছে ফেলবে। আমরা যদি বিচার করতে পারতাম, বিচারহীনতা থেকে সরে আসতে পারতাম তাহলে অপরাধ কমে আসতো। সংগঠনটির সভাপতি ঢালি আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। এ সময় সংগঠনটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। Share this:FacebookX Related posts: পদত্যাগ করলেন আতিকুল ইসলাম ‘ভারমুক্ত’ হলো বাংলাদেশ ছাত্রলীগ ‘জবাবদিহিতাহীন সরকার ক্ষমতায় থাকায় ধর্ষণ বাড়ছে’ ঢাকা সিটি করপোরেশন নির্বাচন: জয়ের ব্যাপারে আশাবাদী আ’লীগ প্রার্থীরা ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন: দুই সিটির দায়িত্বেই আ’লীগ ৩২ নেতা নিয়ে বসছে আ.লীগের নির্বাহী কমিটির সভা ইশরাকের নেতৃত্বে ধর্ষণবিরোধী মিছিল ধর্ষণ প্রতিরোধে বিশিষ্ট ২১ নাগরিকের সাত প্রস্তাব জনগণের ভাষা বুঝতে না পারাই বিএনপির ব্যর্থতা : কাদের সরকারের ব্যর্থতায় দেশে ধর্ষণের উৎসব : ফখরুল আ.লীগ প্রার্থী জয়ী হবে, এটাই স্বাভাবিক : কাদের ভ্যাকসিন নিয়ে বিএনপির মিথ্যাচার জনগণ আমলে নেবে না: ওবায়দুল কাদের SHARES Matched Content জাতীয় বিষয়: ৪৯ইতিহাসেএতোদেখিনি :ধর্ষণনির্যাতনবছরেরমান্না