সেনাবাহিনীর ৯ ইউনিটকে জাতীয় পতাকা প্রদান

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২০

অনলাইন ডেস্ক : সেনাবাহিনীর ০৯টি ইউনিট ও একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠানকে জাতীয় পতাকা (ন্যাশনাল ষ্ট্যান্ডার্ড) প্রদান প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার সাভার সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে এ প্যারেড অনুষ্ঠিত হয়।
প্যারেডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভিডিও টেলি কনফারেন্সের (ভিটিসি) মাধ্যমে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন।

০৯টি ইউনিট হলো, ১, ৩, ৬ ও ৮ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, এডহক ১১ বীর (মেকানাইজড), ১২ বীর, ১৩ বীর, ১৫ বীর (সাপোর্ট ব্যাটালিয়ন), ৫৯ ইস্ট বেংগল (সাপোর্ট ব্যাটালিয়ন)।

প্রশিক্ষণ প্রতিষ্ঠান হলো, স্কুল অব ইনফ্যান্ট্রি এন্ড ট্যাকটিকস (এসআইএন্ডটি)। সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ প্রধানমন্ত্রীর পক্ষে ইউনিট/প্রতিষ্ঠানসমূহকে জাতীয় পতাকা (ন্যাশনাল ষ্ট্যান্ডার্ড) প্রদান করেন। জাতীয় পতাকা (ন্যাশনাল ষ্ট্যান্ডার্ড) প্রদান প্যারেড শেষে প্রধানমন্ত্রী বক্তব্য প্রদান করেন।

এ সময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া এ সেনাবাহিনীকে একটি প্রশিক্ষিত, সুশৃংখল এবং আধুনিক সাজসজ্জায় সজ্জিত বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী দেশ গঠন ও বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় এবং আন্তর্জাতিক পরিমন্ডলে সেনাবাহিনীর আত্মত্যাগ ও অসামান্য অবদানের কথা স্মরণ করেন।

এছাড়াও ১, ৩, ৬ ও ৮ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, এডহক ১১ বীর (মেকানাইজড), ১২ বীর, ১৩ বীর, ১৫ বীর (সাপোর্ট ব্যাটালিয়ন), ৫৯ ইস্ট বেংগল (সাপোর্ট ব্যাটালিয়ন) এবং এসআইএন্ডটি’র গৌরবময় ঐতিহ্যের ধারা অব্যাহত রেখে ক্রমান্বয়ে উন্নতির দিকে এগিয়ে যাবে এবং সেনাবাহিনীর চৌকস ইউনিট হিসেবে নিজেদের অবস্থান সুসংহত ও সুদৃঢ় করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানসহ ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ এবং বিভিন্ন পদবীর সেনাসদস্যগণ উপস্থিত ছিলেন।