‘স্বাস্থ্যবিধি মেনেই ট্রেন চলবে’ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২০ অনলাইন ডেস্ক : অর্ধেক আসন ফাঁকা রেখেই ট্রেন চলাচল অব্যাহত থাকবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। সোমবার রেল ভবনে বাংলাদেশ রেলওয়ের ৫০টি ব্রডগেজ ও ৭৫টি মিটারগেজ লাগেজ ভ্যান ক্রয়ের চুক্তিপত্র সই অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, ‘সমস্ত রেল আমরা পর্যায়ক্রমে চালানোর সিদ্ধান্ত নিয়েছি। করোনা ভাইরাস সংক্রমণ এখন উপরের দিকে যাবে না নিচের দিকে নামবে তা এখনও আমার নিশ্চিত নই। বাস আসন পূর্ণ করে আগের ভাড়ায় চলাচলের সিদ্ধান্ত গ্রহণ করেছে আমরা তেমন কোন সিদ্ধান্ত গ্রহণ করিনি।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন অর্ধেক আসন ফাঁকা রেখে ট্রেন চালাতে এবং পণ্য পরিবহনে রেলের আয় বাড়াতে।’ নূরুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত আমরা রেলের ভাড়া বৃদ্ধির কোনো সিদ্ধান্ত নেইনি, তবে এ বিষয়ে গবেষণা চলছে ভবিষ্যতের জন্য। মানুষের সামর্থ্য বৃদ্ধি এবং রেলের সেবা উন্নত হওয়ার পর ভাড়া বৃদ্ধির বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করা হয়েছে। ভবিষ্যতে যখন মানুষের সামর্থ্য বাড়বে যে সার্ভিস দিচ্ছি সেই সার্ভিস যখন বৃদ্ধি করতে পারবো। যখন একটা স্বাভাবিক অবস্থা আসবে সেটা নিয়ে চিন্তা করতে পারি কি না সেটি নিয়ে দেড় বছর আগে একটি কমিটি করে দায়িত্ব দিয়েছিলাম।’ তিনি বলেন, ‘সেই কমিটি সম্প্রতি একটি প্রতিবেদন উপস্থাপন করেছে। তার মানে এই নয় যে আমরা রেলের ভাড়া বৃদ্ধি করছি। বিভিন্ন পত্র-পত্রিকায় ভাড়া বৃদ্ধি নিয়ে যে প্রশ্নগুলো উঠানো হচ্ছে সেটি কিন্তু সঠিক না।’ Share this:FacebookX Related posts: ২০২২ সালে ঢাকা-কক্সবাজার ট্রেন চলবে: রেলপথ মন্ত্রী রাজধানীতে কোনো ‘ঝুঁকিপূর্ণ’ ভোটকেন্দ্র নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আজ চন্দ্রগ্রহণ, জেনে নিন কখন এবার সদরঘাটে লঞ্চের ধাক্কায় ডুবল নৌকা, যাত্রী নিখোঁজ রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২ যেসব শর্তে ঈদে ১০ কেজি করে চাল পাবে এক কোটি পরিবার অতিরিক্ত সচিব হলেন ৯৭ কর্মকর্তা প্রতিবেশি দেশগুলোর সঙ্গে অধিকতর সহযোগিতার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ চিরনিদ্রায় শায়িত হলেন মাহবুবে আলম নারীনেত্রী আয়েশা খানম আর নেই আওয়ামী লীগ সবসময়ই দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে আসছে পেঁয়াজ আমদানিতে শুল্ক আরোপ চায় বাণিজ্য মন্ত্রণালয় SHARES Matched Content জাতীয় বিষয়: 'স্বাস্থ্যবিধি মেনেইট্রেন চলবে'