মিশর থেকে ফিরলেন ৪১ বাংলাদেশি

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২০

অনলাইন ডেস্ক : করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন মিশরে আটকে থাকা ৪১ বাংলাদেশি দেশে ফিরেছেন। শনিবার সকাল সাড়ে ৭টায় তাদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্য জানান।

মিশরে বিভিন্ন কাজে গিয়ে করোনা ভাইরাস পরিস্থিতিতে আটকা পড়েন এসব বাংলাদেশি। সরকার তাদের ফিরিয়ে আনার উদ্যোগ নিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চার্টার্ড ফ্লাইট পরিচালনা করে।

জানা গেছে, কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসায় এসব নাগরিককে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে না।