গ্রিক আর্কবিশপের ইসলামবিরোধী মন্তব্যের নিন্দা করলেন তুর্কি দিয়ানত প্রধান দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২১ সময় সংবাদ ডেস্কঃ তুরস্কের ধর্ম বিষয়ক কর্তৃপক্ষ দিয়ানতের প্রধান আলী এরবাশ গ্রিক আর্কবিশপের ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে কটূক্তিমূলক মন্তব্যের নিন্দা করেছেন। রোববার এক বিবৃতিতে নিন্দার পাশাপাশি খ্রিস্ট সমাজকে এ ধরনের ‘অসুস্থ মানসিকতার’ বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান করেন তিনি। এর আগে শনিবার এথেন্সে গ্রিক আর্কবিশপ দ্বিতীয় ইরোনিমস টেলিভিশনে এক ভাষণে বলেন, ‘ইসলাম কোনো ধর্ম নয়, বরং এটি রাজনৈতিক দল। এর অনুসারীরা শুধু যুদ্ধের সাথেই সম্পৃক্ত।’ এরবাশ তার বিবৃতিতে বলেন, ধর্মীয় নেতাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব শান্তি ও সহশীলতার জন্য সংগ্রাম করা। তাদের উচিত সহাবস্থানের সংস্কৃতি গড়ায় অংশ নেয়া। তিনি বলেন, ‘খ্রিস্ট বিশ্বের অবশ্যই এই অসুস্থ মানসিকতার বিরোধিতা করা উচিত। এই ধরনের প্রবণতা মুসলমানদের গুরুত্বহীন করে বর্ণবাদের শিকারে পরিণত করবে এবং তাদের জীবন ও প্রার্থনার স্থানকে হামলার মুখে ফেলবে।’ তিনি বলেন, ‘আর্কবিশপের মন্তব্য সমাজকে উসকে দেবে। এর মাধ্যমে ইসলামের বিরুদ্ধে ঘৃণা, বৈরিতা ও সহিংসতার সৃষ্টি হবে।’ এরবাশ বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম। ইসলামী সভ্যতা বিশ্বাস, ধর্ম ও সংস্কৃতির ভিন্নতার ভেতরও মানুষকে নিয়ে শত শত বছর একত্রে বসবাসের ঐতিহ্য সৃষ্টি করে আসছে।’ Share this:FacebookX Related posts: বিধবাকে গণধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার ফটিকছড়িতে মাদ্রাসায় সশস্ত্র হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার SHARES Matched Content সকল খবর বিষয়: গ্রিক আর্কবিশপের ইসলামবিরোধী মন্তব্যের নিন্দা করলেনতুর্কিদিয়ানতপ্রধান