সিলেটের সাথে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২০

অনলাইন ডেস্কঃ সিলেটের ভাটেরা স্টেশনের কাছে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনার প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর সিলেটের সাথে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টায় কুলাউড়ার উপজেলার ভাটেরা এলাকায় সিলেট থেকে ছেড়ে আসা কুলাউড়া গামী মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে সিলেটের সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

পরে কুলাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১২টার দিকে উদ্ধার শেষে লাইন সচল হয়।

কুলাউড়া রেলওয়ে স্টেশন মাষ্টার মো. মুহিব উদ্দিন বলেন, সারাদেশের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।