মুজিববর্ষে গৌরীপুরে দিনব্যাপী দুস্থদের বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২০

কমল সরকার,গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে দিনব্যাপী অসহায় ও দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবার জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে।

গৌরীপুরের বাসিন্দা ডা. আমান উল্লাহ আমানের উদ্যোগে (নাক,কান ও গলা বিশেষজ্ঞ) উদ্যোগে শহরের হারুন পার্ক এলাকায় এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ১৭ মার্চ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শহরের শহীদ হারুন পার্ক এলাকায় গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু প্রধান অতিথি থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের কর্মসূচি উদ্বোধন করেন। এরপর করোনা ভাইরাস প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে পথসভা অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল-আমিন জনি, ডা. আমান উল্লাহ আমান, মানবাধিকার কমিশন গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক রইছ উদ্দিন, পৌর স্বজন সমাবেশর সভাপতি শ্যামল ঘোষ প্রমুখ।
ডা. আমান উল্লাহ আমান বলেন আজ ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী। এই মহান নেতার প্রতি শ্রদ্ধার সাথে স্মরণ করতেই ফ্রি মেডিকেল কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই কর্মসূচিতে পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হবে। পাশাপাশি করোনা ভাইরাস প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধি লক্ষেও প্রচারণা চালানো হয়েছে।