আত্রাইয়ে ১২জন প্রবাসী হোম কোয়ারেন্টাইনে দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২০ নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব রোধে নওগাঁর আত্রাইয়ের ১২জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ ব্যাপারে আত্রাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার রোকসানা হ্যাপি জানান, এ উপজেলায় হোম কোয়ারেন্টাইনে থাকা ১২জনের প্রত্যেকেই বিভিন্ন দেশ থেকে সম্প্রতি দেশে এসেছেন। এতে আতঙ্কের কিছু নেই। জননিরাপত্তার স্বার্থে তাদের সবাইকে প্রায় দু’সপ্তাহ অত্যন্ত সতর্কতার সঙ্গে থাকতে হবে। এ ব্যাপারে নওগাঁ সিভিল সার্জন ডা: এসএম আখতারুজ্জামান জানান, নওগাঁ জেলার আত্রাইয়ে ১২জন ছাড়াও নওগাঁ সদরে ১জন, নিয়ামতপুরে ২জন, ধামইরহাটে ১জন, বদলগাছীতে ৩জন, মহাদেবপুরে ২জন, সাপাহার উপজেলায় ২১ জন ও রাণীনগরে ২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের বলা হয়েছে যদি ওই নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের স্বাস্থ্যের অবনতি ঘটে তাহলে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা থেকে বিশেষজ্ঞ দল এসে উন্নত চিকিৎসা দেবেন। তিনি আরো জানান, প্রবাসীদের মধ্যে ভাইরাসজনিত কোনো সমস্যা আছে কিনা সেটার জন্য তাদের নিজ বাসায় হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। শুধু তাই নয়, আমরা এ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে মনিটরিং করছি। Share this:FacebookX Related posts: আত্রাইয়ে ননদের নির্যাতন সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা আত্রাইয়ে লটারীর মাধ্যমে ইউনিয়ন রক্ষনাবেক্ষণ মহিলা কর্মী নিয়োগ আত্রাইয়ে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আত্রাইয়ে প্রশাসনের তদারকিতে টিসিবি পণ্য বিক্রয় আত্রাইয়ে কর্মহীনদের পাশে ‘মানবিক খাদ্য সহায়তা কেন্দ্র’ নওগাঁয় একদিনে ১৫৭ জন হোম কোয়ারেন্টাইনে, ১১৬ জনের রির্পোট নেগেটিভ আত্রাইয়ে টিসিবি পণ্যে স্বস্তি ফিরেছে নিন্মআয়ের খেটে খাওয়া মানুষের আত্রাইয়ে সামাজিক দূরুত্ব বাস্তবায়নে মাঠে ওসি মোসলেম উদ্দিন আত্রাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ইলেকট্রিক মিস্ত্রী নিহত আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে নবম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা আত্রাইয়ে বন্যার পানিতে জেলেদের মাছ শিকারের ধুম পড়েছে আত্রাইয়ে আহসানগঞ্জ হাট সংলগ্ন ব্রিজ হুমকির সম্মুখিন SHARES Matched Content দেশের খবর বিষয়: ১২জন প্রবাসীআত্রাইয়েহোম কোয়ারেন্টাইনে