পঞ্চগড় আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি আমিনুর রহমান,সম্পাদক ফজলুল হক দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২০ এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত এ্যাডঃ আমিনুর রহমান সভাপতি এবং আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী এ্যাডঃ ফজলুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী এ্যাডঃ আমিনুর রহমান পেয়েছেন ১২১ ভোট তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত আইনজীবী এ্যাডঃ মির্জা আমিরুল ইসলাম পেয়েছেন ৪৬ ভোট। সাধারণ সম্পাদক পদে এ্যাডঃ ফজলুল হক ৮৯ ভোট পেয়েছেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত আইনজীবী এ্যাডঃ আব্দুল বারী পেয়েছেন ৮০ ভোট। ১১টি পদের মধ্যে ছয়টি পদেই জয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা। এদিকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সহ-সভাপতি পদসহ পাঁচ পদে জয়ী হয়েছেন বিএনপি সমর্থিত আইনজীবীরা। বৃহস্পতিবার সকাল হতে টানা ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে, সন্ধ্যার পর ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ্যাড অখিল চন্দ্র বর্মন। তিনি জানান, নির্বাচনে মোট ১৭৭ জন ভোটারের মধ্যে ১৭৪ জন আইনজীবী ভোটে অংশগ্রহণ করেন। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, আওয়ামী লীগ সমর্থিত লাইব্রেরী সম্পাদক পদে এ্যাডঃ হুমায়ুন কবির বিপ্লব, লিগ্যাল এইড সম্পাদক পদে এ্যাডঃ আলহাজ্ব জালাল উদ্দীন আহাম্মদ এবং কার্যনির্বাহী সদস্য পদে এ্যাডঃ মুহাম্মদ কামরুজ্জামান ও এ্যাডঃ মকবুল হোসেন। অপরদিকে বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন, সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় এ্যাডঃ গোলাম রব্বানী, সহ-সাধারণ সম্পাদক পদে এ্যাডঃ আবু সায়েদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এ্যাডঃ খায়রুল আলম এবং কার্যনির্বাহী সদস্য পদে এ্যাডঃ আনছারুল ইসলাম হিমু ও এ্যাডঃ হাবিব আল আমিন ফেরদৌস। Share this:FacebookX Related posts: পঞ্চগড় নির্বাচন কর্মকর্তার গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা পঞ্চগড়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব পালন পঞ্চগড়ে ফেন্সিডিলসহ সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী আটক পঞ্চগড়ে শিক্ষার্থীকে ভর্তি ফরম দিলেন না প্রধান শিক্ষক পঞ্চগড়ে ৩ মাদকব্যবসায়ীসহ আটক-৭ পঞ্চগড়ে পাথর উত্তোলনকে কেন্দ্র করে পুলিশ-জনতা সংঘর্ষ পঞ্চগড়ের বিসিক শিল্প নগরিতে চা প্রক্রিয়াজাত কারখানা হচ্ছে পঞ্চগড়ে মুক্তিযুদ্ধকালীন মর্টারশেল উদ্ধার পঞ্চগড়ে আখবাহী ট্রলির চাপায় সাইকেল আরোহী নিহত পঞ্চগড় থেকে ধান কাটা শ্রমিক গেল নওগাঁ পঞ্চগড় থেকে পণ্যবাহী স্পেশাল ট্রেনের যাত্রা শুরু পঞ্চগড় জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন SHARES Matched Content দেশের খবর বিষয়: আইনজীবীনির্বাচনপঞ্চগড়সভাপতি আমিনুর রহমানসমিতিসম্পাদক ফজলুল হক