গৌরীপুরে করোনা ভাইরাস প্রতিরোধে পথসভা ও লিফলেট বিতরণ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২০ কমল সরকার,গৌরীপুর : করোনা ভাইরাস প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে ময়মনসিংহের গৌরীপুর বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উদযাপন কমিটির উদ্যোগে পথসভা, লিফলেট বিতরণ ও শিক্ষাপ্রতিষ্ঠানে সমাবেশ মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য করোনা ভাইরাস প্রতিরোধে লিফলেট বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য এইচএম খায়রুল বাসার। এরপর শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বিদ্যালয় মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে সংগঠনের সদস্যরা সরকারি – বেসরকারি অফিসগুলো লিফলেট বিতরণের পাশপাশি শহরের গুরুত্বপূর্ণ স্থানে পথসভার আয়োজন করেন। গৌরীপুর প্রেসক্লাব চত্বরে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমা-ার বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম, উপজেলা তাঁতীলীগের সদস্য সচিব হাতেম খান, পৌর তাঁতী লীগের জোবায়ের হোসেন সোহান, ছাত্রলীগ নেতা আশরাফুজ্জামান গোলাপ ও আরিফুল ইসলাম প্রমুখ। সংগঠনের আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য এইচএম খায়রুল বাসার বলেন বিশ্বের বড় বড় দেশে করোনা নিয়ে সমস্যার সম্মুখীন হয়েছে। কিন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বর্তমান সরকার করোনা মোকাবিলায় কার্যকরি পদক্ষেপ নেয়ায় এটি আমাদের দেশে সংক্রমিত হতে পারেনি। করোনা ভাইরাস প্রতিরোধে আমরা পথসভার পাশপাশি উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ ও সেমিনারের উদ্যোগ নিয়েছি। সবাই নিজ অবস্থান থেকে সচেতন হলে এই ভাইরাস আমাদের ক্ষতি করতে পারবেনা। পাশাপাশি করোনা ভাইরাসের লক্ষণ কিংবা উপসর্গ দেখা দিলে হটলাইনে যোগাযোগ করতে হবে। Share this:FacebookX Related posts: করোনা প্রতিরোধে গৌরীপুরে খায়রুল বাসারের পথসভা ও লিফলেট বিতরণ গৌরীপুরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পুলিশের সমাবেশ গৌরীপুরে করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে লোকনাথ মন্দিরে প্রার্থনা সভা করোনা ভাইরাস প্রতিরোধে গৌরীপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মিটিং গৌরীপুরে করোনা ভাইরাস সতর্কতায় হাত ধোয়া কর্মসূচি গৌরীপুরে করোনা ভাইরাস সচেতনতায় মাইকিং ও লিফলেট বিতরণ ফুলপুরে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিশেষ সভা অনুষ্ঠিত গৌরীপুরে করোনা ভাইরাস সংক্রামণ ঠেকাতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা করোনা ভাইরাস প্রতিরোধে র্যাব-১৪’র জনসচেতনতা মূলক কার্যক্রম গৌরীপুরে করোনা ভাইরাস প্রাদুর্ভাব ঠেকাতে রেলওয়ে স্টেশনে বেসিন নির্মান গৌরীপুরে গরু-ছাগলের হাট বন্ধ করলেন মেয়র ও ইউএনও! গৌরীপুরে এলজিএসপির টাকায় স্কুলের নতুন ভবন SHARES Matched Content দেশের খবর বিষয়: করোনা ভাইরাসগৌরীপুরেপথসভাপ্রতিরোধেলিফলেট বিতরণ