বর্ণাঢ্য আয়োজনে ময়মনসিংহ প্রেসক্লাবের ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:৪১ পূর্বাহ্ণ, মার্চ ১২, ২০২০ নিজস্ব প্রতিবেদক : বণার্ঢ্য আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে ময়মনসিংহ প্রেসক্লাবের ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল বিকেলে প্রেসক্লাবের সামনে পায়রা উড়িয়ে আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে এসে শেষ হয়। এতে সংসদ সদস্যগণ, সিটি মেয়রসহ নানা শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন। সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা, সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি এবং বিশেষ অতিথি ছিলেন গৃহায়ন ও গণপুর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। সংবর্ধনা অনুষ্ঠানে ময়মনসিংহ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য প্রবীণ সাংবাদিক মোমতাজ উদ্দিন ও এ এস এম হাবিবুল্লাহকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ময়মনসিংহ প্রেসক্লাব কমপ্লেক্স ও ভবনের অসমাপ্ত নির্মাণ কাজ সমাপ্তকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এসময় তিনি ১৯৮৬-৮৭ সালে ময়মনসিংহের জেলা প্রশাসক থাকাকালীন পদাধিকার বলে ময়মনসিংহ প্রেসক্লাবের সভাপতি হওয়ার গৌরবান্বিত নানা স্মৃতি তুলে ধরেন। এ উপলক্ষে প্রেসক্লাব সভাপতি ও জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন সংসদ সদস্য মোসলেম উদ্দিন, নাজিম উদ্দিন আহমেদ, আনোয়ারুল আবেদিন খান তুহিন, ও মনিরা সুলতানা মনি, সিটি মেয়র ইকরামুল হক টিটু, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ, জেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, পুলিশ সুপার আহমার উজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আমিনুল হক শামীম, জিলা মোটর মালিক সমিতির সভাপতি মোমতাজ উদ্দিন মন্তা, প্রেসক্লাবের সহ-সভাপতি এজেডএম ইমাম উদ্দিন মুক্তা, যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা ও স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সঙ্গীত ও নৃত্য পরিবেশিত হয়। ১৯৫৯ সালের ৮ মার্চ ময়মনসিংহ প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয়। Share this:FacebookX Related posts: জনপ্রিয় অনলাইন পত্রিকা “দৈনিক সময় সংবাদ”র জন্য সংবাদকর্মী আবশ্যক সাংবাদিক শেলু আকন্দের ওপর হামলার বিচার চায় মুক্ত প্রকাশ ধোবাউড়ায় ঘুষের প্রতিবাদ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলার হুমকি গৌরীপুরে বর্ণাঢ্য আয়োজনে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্ন গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি রায়হান,সম্পাদক লিটন সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে শেরপুরে মানববন্ধন সংবাদ প্রকাশের পর কর্মস্থলে উপস্থিত হয়েছেন হালুয়াঘাটের সেই ১৯ কর্মকর্তা গৌরীপুরে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে গণমাধ্যম কর্মীরা ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতির ইন্তেকাল ভালুকার সাংবাদিক ওয়াদুদ মিয়া আর নেই হালুয়াঘাটে এশিয়ান টিভির ৮ম বর্ষপূর্তি পালন হালুয়াঘাট প্রেসক্লাবের নব-গঠিত কমিটির পক্ষ থেকে সাংসদ জুয়েল আরেং কে ফুলেল শুভেচ্ছা SHARES Matched Content ময়মনসিংহ বিভাগ বিষয়: ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতবর্ণাঢ্য আয়োজনেময়মনসিংহ প্রেসক্লাবের