ধোবাউড়ার মুন্সিরহাট হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২০

কামরুল হাসান রবি, ধোবাউড়া : ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় মুন্সিরহাট মুসলিম ইন্সটিটিউশন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্কুল ম্যানেজিং কমিটির আহ্বায়ক জনাব খান আলী মর্তুজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সকাল ১০ টায় ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ফরহাদ রব্বানী সুমন, প্রধান শিক্ষক মুজিবর রহমান, সহকারী প্রধান শিক্ষক মাহফুজা সালমা মেরী, ধোবাউড়া উপজেলা বঙ্গবন্ধু পরিষদের আহব্বায়ক ও সাবেক চাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন খান দিনার,ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মহব্বত আলী,আঃ লতিফ,সাবেক মেম্বার ইজ্জত আলী,বাঘবেড় ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক মোঃ শহিদুজ্জামান সেলিম প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ। ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার, বিতরন করা হয় । অনুষ্ঠানটি পরিচালনা করেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আশরাফুল কবীর।