৬৪ উপজেলায় অ্যাপসের মাধ্যমে ধান সংগ্রহ করা হবে: খাদ্যমন্ত্রী

প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২০

অনলাইন ডেস্ক : পরীক্ষামূলকভাবে অ্যাপসের মাধ্যমে ১৬ উপজেলার কৃষকদের থেকে আমন ধান সংগ্রহে সফলতা পাওয়ায় ৬৪টি উপজেলায় একই প্রক্রিয়ায় ধান সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বুধবার সচিবালয়ে আমন ধান সংগ্রহ নিয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ তথ্য জানান। এসময় কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকও উপস্থিত ছিলেন।

খাদ্যমন্ত্রী জানান, এবার ৬ লাখ ২৬ হাজার ৯৯১ মেট্রিক টন আমন ধান, ৩ লাখ ৩৭ হাজার ৬১৮ টন সিদ্ধ চাল এবং ৪৩ হাজার ৯০০ টন আতপ আমন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে সরকার। কৃষি মন্ত্রণালয় থেকে তালিকা সংগ্রহ করা হচ্ছে। কৃষকদের ন্যায্যমূল্য দেয়াই আমাদের উদ্দেশ্য।

তিনি আরও বলেন, স্বচ্ছতার সাথে আমন ধান সংগ্রহ করতে আমাদের চেষ্টা থাকবে। তারপরও কিছু ভুল-ক্রটি থাকতেই পারে। তবে কৃষি এবং খাদ্য মন্ত্রণালয় একসাথে কাজ করলে ভালো কিছু করা যায় এটি তার উজ্জ্বল দৃষ্টান্ত।

প্রকৃত কৃষকরা যেন ধান দিতে পারে এবং কোনও মধ্যস্বত্বভোগী যেন এর মধ্যে আসতে না পারে সেজন্য লটারি করে কৃষক নির্বাচন করা হয়েছে। ১৬টি উপজেলায় অ্যাপসের মাধ্যমে আমন ধান কেনা হয়েছে। অ্যাপসের মাধ্যমে ওই ১৬ উপজেলায় এবার বোরো ধান কেনা হবে। এছাড়া বাকি ৪৮ জেলার সদর উপজেলায় অ্যাপসের মাধ্যমে বোরো ধান কেনা হবে।

এবার সব জেলার একটি করে উপজেলায় পাইলট ভিত্তিতে অ্যাপসের মাধ্যমে বোরো ধান কেনা হবে জানিয়ে মন্ত্রী বলেন, আর যে ১৬টি উপজেলায় অ্যাপসের মাধ্যমে আমন ধান কেনা হয়েছে সেসব উপজেলায় অ্যাপসের মাধ্যমে মিলারদের কাছ থেকে বোরো চাল কেনা হবে।

এবার ধান সংগ্রহ নিয়ে নেতিবাচক কোনো খবর প্রকাশ না হওয়ায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, আমরা আশাবাদী আগামী বোরো মৌসুমে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করতে পারব এবং এর প্রভাব বাজারে পড়বে।

ড. আব্দুর রাজ্জাক আরও বলেন, অনেক সময় কৃষকরা ফসলের ন্যায্যমূল্য পায় না। ফলে তারা তাদের প্রয়োজনগুলো কীভাবে মেটাবে সেই প্রশ্ন থেকে যায়। আমরা সিদ্ধান্ত নিয়েছি সরাসরি প্রান্তিক এবং ক্ষুদ্র চাষিদের কাছ থেকে ধান কিনব। লটারির মাধ্যমে নির্বাচিত করে যাদের কাছ থেকে আমন কেনা হয়েছে বোরো কেনার সময় তাদের নাম দেয়া হবে না।