দেশে গত ২৪ ঘন্টায় কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি: আইইডিসিআর

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২০

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত কাউকে শনাক্ত করা হয়নি।

রাজধানীর মহাখালীতে আইইডিসিআর’র এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

রবিবার বিকাল ৫টা পর্যন্ত আইইডিসিআর’র হটলাইন নম্বরে প্রায় পাঁচ শতাধিক ফোন কল পাওয়ার কথাও জানান সেব্রিনা ফ্লোরা।তিনি বলেন, ‘দেশে ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, এ ঘোষণা দেয়ার পর রবিবার বিকাল ৫টা পর্যন্ত আমরা হটলাইন নম্বরে ৫০৯টি কল পেয়েছি। এরমধ্যে ৪৪৯টি করোনাভাইরাস সম্পর্কিত ছিল।’

আইইডিসিআর এর পরিচালক আরও বলেন, এখন পর্যন্ত ৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে তাদের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।

বাংলাদেশ প্রথম করোনাভাইরাস আক্রান্ত ৩ রোগী শনাক্ত হয় রবিবার। এদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। তাদের সবাইকে কোয়ারান্টাইনে রাখা হয়েছে।