গৌরীপুরে বিশ্ব নারী দিবস পালিত

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২০

কমল সরকার,গৌরীপুর : প্রজন্ম হউক সমতার, সকল নারীর অধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস ২০২০ উদযাপন উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় (৮ মার্চ) রবিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার ভুমি মাসুদ রানার সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি,গৌরীপুর থানার অফিসার্স ইনচার্জ বোরহান উদ্দিন খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম আকন্দ প্রমূখ। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন শ্রেনী পেশার লোকজনও উপস্থিত ছিলেন।