বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে আত্রাইয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত

প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২০

নাজমুল হক নাহিদ, নওগাঁ প্রতিনিধি: “শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা” এই শ্লোগানে ও “প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো নওগাঁর আত্রাইয়ে নানা আয়োজনের মধ্যদিয়ে ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।

দিবস উপলক্ষ্যে রবিবার উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় নানা কর্মসূচি গ্রহণ করে। রোববার সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ম হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় দিবসের তাৎপর্য তুলেধরে বক্তব্য প্রদাণ করেন,এসিল্যান্ড আরিফ মুর্শেদ মিশু, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ও মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম,যুব উন্নয়ন অফিসার ফজলুল হক, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবু,আব্দুল মান্নান মোল্লা প্রমুখ।

উপজেলার বিভিন্ন কিশোর-কিশোরী ক্লাব, নারী সংগঠনের নেত্রী ও বিভিন্ন শ্রেণির শতাধিক মহিলারাও উপস্থিত ছিলেন।