তাহিরপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ,গাঁজা ও বিয়ার আটক

প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২০

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টেকেরঘাট সীমান্ত ফাঁড়ী ও উত্তর বড়দল ইউনিয়নের চাঁনপুর সীমান্ত ফাঁড়ীর বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫বোতল ভারতীয় মদ, ১বোতল বিয়ার ও ভারতীয় ২কেজি গাঁজা আটক করেছে।

বিজিবি সুত্রে জানা যায়,বৃহস্পতিবার রাতে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের টেকেরঘাট সীমান্ত ফাঁড়ীর সুবেদার মো. আব্দুর রাশেদের নেতৃত্বে টেকেরঘাট সীমান্ত ফাঁড়ীর মেইন পিলার ১১৯৯/৫ এর বুরুঙ্গাছড়া নামক এলাকা থেকে ভারতীয় ২৫বোতল মদ ও ১বোতল বিয়ার আটক করেন।

অপরদিকে চাঁনপুর সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মো. খলিলুর রহমানের নেতৃত্বে শুক্রবার সকালে চাঁনপুর সীমান্তের মেইন পিলার ১২০৩ এর ১০০গজ বাংলাদেশ অভ্যন্তরে বারেকটিলা নামক এলাকা থেকে ২কেজি ভারতীয় গাঁজা আটক করেন।

সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মাকসুদুল আলম জানিয়েছেন, আটককৃদ মদ, বিয়ার ও গাঁজা জেলা মাদকদব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে জমাকরা হয়েছে।