সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জনের পরিবারের সদস্যরা পেল ভাতার কার্ড

প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২০

কমল সরকার,গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসন ও পরিষদের পক্ষ থেকে সড়ক দুর্ঘটনায় নিহত তিন পরিবারের সদস্যদের মাঝে বিধবা ও প্রতিবন্ধী ভাতার কার্ড বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে ইউএনও’র কার্যালয়ে এ উপজেলার ভাংনামারী ইউনিয়নের ৪ জনের মাঝে এসব ভাতার কার্ড বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর ও উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডাঃ মুহম্মদ রবিউল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, ভাংনামারী ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক মফিজুন নূর খোকা প্রমুখ।

সহায়তা গ্রহন করেন, উজান কাশিয়ারচরের মৃত লাল মিয়ার মেয়ে সুইটি আক্তার (প্রতিবন্ধী ভাতা) ও স্ত্রী জুলেখা খাতুন (বিধবা ভাতা), মৃত আবেদ আলীর স্ত্রী জমিলা খাতুন (বিধবা ভাতা) ও ভাটিপাড়ার মৃত রবিকুল ইসলামের স্ত্রী সুফিয়া খাতুন (বিধবা ভাতা)। বিষয়টি নিশ্চিত করেন ইউনিয়ন সমাজকর্মী দেবাশীষ পত্র নবীশ।

উল্লেখ্য ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের চরশ্রীরাপুর এলাকায় গত ২৯ জানুয়ারী বাস ও অটোরিকশার মুখোমুখি সংর্ষে উল্লেখিত তিন ব্যক্তি নিহত হন।