তাহিরপুরে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন জেলা প্রশাসক-আব্দুল আহাদ

প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২০

রাহাদ হাসান মুন্না,তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরে মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে মঙ্গলবার (৩ই মার্চ) বিকেলে দেশের দ্বিতীয় রামসার সাইট ওয়াল্ড হেরিটেইজ টাঙ্গুয়া হাওরপাড় সংলগ্ন দুমাল স্পোটিং ক্লাবের আয়োজনে ও রংধনু সামাজিক সংগঠনের সহযোগিতায় ১০ দিন ব্যাপী ফুটবল খেলার টুর্নামেন্ট উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

এ সময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রাশেদ ইকবাল চৌধুরী,তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী,জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার এস,এম রেজাউল করিম,শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার,পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক পিযুস পুরকায়স্থ টিটু,রংধনু সামাজিক সংগঠনের সভাপতি মোমেন তালুকদার প্রমুখ সহ স্থানীয় জন প্রতিনিধিগণ।