রাণীনগরে দুর্নীতি বিরোধী বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২০

নাজমুল হক নাহিদ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে দুর্নীতি বিরোধী জাতীয় বির্তক প্রতিযোগিতার উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ হল রুমে উপজেলার ৪২টি শিক্ষার্থী প্রতিষ্ঠানের প্রায় ৩শতাধিক শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।

উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা মূলক বাছাই কমিটি এই প্রতিযোগিতার আয়োজনে করে। উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও অক্সফার্ম ইন বাংলাদেশ ও চ্যানেল আইয়ের সহযোগিতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভ’মিকাই মুখ্য এই বিষয়ের উপর শিক্ষার্থীরা পক্ষে-বিপক্ষে যুক্তি খন্ডন করে। প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন।

এছাড়াও উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, সহকারী কর্মকর্তা শেখ মো: আব্দুল্লাহ আল মামুন, একাডেমিক সুপারভাইজার কামরুল হাসান, জনস্বাস্থ্য কর্মকর্তা ইকরামুল বারী প্রমুখ। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।