আত্রাইয়ে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২০

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগা) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে গাঁজাসহ উজ্জল সরকার (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীক আটক করেছে আত্রাই থানা পুলিশ ।আটককৃত উজ্জল সরকার উপজেলার হাটকালুপাড়া গ্রামের শ্রী গকুলের ছেলে। মঙ্গলবার সকালে তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোস্তাফিজুর ও এসআই সালাউদ্দিন সঙ্গীয় ফোর্সসহ সোমবার রাতে উপজেলার হাটকালুপাড়া এলাকা থেকে উজ্জলকে আটক করে।

এ সময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এবং বিরুদ্ধে আত্রাই থানায় মাদকদ্রব্য নিয়োন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং মঙ্গলবার সকালে তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।