রাণীনগরে ১ম জাতীয় বীমা দিবস পালিত

প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, মার্চ ১, ২০২০

নওগাঁ প্রতিনিধি: “বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে নওগাঁর রাণীনগরে ১ম জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও বিভিন্ন বীমা কোম্পানি দিবস উপলক্ষ্যে নানা কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির প্রথমেই উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

উপজেলার প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ শেষে র‌্যালী উপজেলা পরিষদ হল রুমে গিয়ে শেষ হয়। পরে কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন নির্বাচন কর্মকর্তা জায়দা খাতুন, ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের কর্মকর্তা মামুনুর রশিদ (একক অফিস ইনচার্জ), গোল্ডেন লাইফ ইন্সুরেন্সের কর্মকর্তা একরামুজ্জামান খাঁন ফুয়াদ, পপুলার ও ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের কর্মকর্তাবৃন্দ।