গৌরীপুরে কোটি টাকা ব্যয়ে ১৫০০ মিটার রাস্তার ভিত্তি প্রস্থর স্থাপন

প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৯, ২০২০
গৌরীপুরে কোটি টাকা ব্যয়ে ১৫০০ মিটার রাস্তার ভিত্তি প্রস্থর স্থাপন

কমল সরকার’গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুরে (২৯ ফেব্রুয়ারী) দুপুরে মাওহা ইউনিয়নের তাতিরপায়া মোড় হইতে ৫ নং সহনাটি ইউনিয়নের সোনামপুর মোড় ভায়া সরিষাহাটী মোড় পর্যন্ত চেইনেজ রাস্তা রক্ষনাবেক্ষন (১৫০০) মিটার কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।

গৌরীপুর এলজিইডিথর বাস্তবায়নে ইউজেডআর প্রকল্পের আওতায় ১.১১.৫২২৮৬ টাকা ব্যয়ে গৌরীপুরের ঠিকাধারী প্রতিষ্টান মেসার্স আকন্দ এন্টারপ্রাইজ,মেসার্স সাইফুল ব্রিক¯ রাস্তাটির সংস্কার কাজ সম্পন্ন করবে ।

ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৌশলী আবু সালেহ আব্দুল ওয়াহেদ ৫ নং সহনাটি ইউপি চেয়ারম্যা আব্দুল মান্নান অচিন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সহনাটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রুহিদাস আচার্য মাওহা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কবির উদ্দিন, পৌর যুবলীগের সাবেক আহব্বায়ক আব্দুর রউফ মোস্তাকিম’ উপজেলা ছাত্রলীগের সভাপতি আল মোক্তাদির শাহীন, সাধারন সম্পাদক ইমতিয়াজ সুলতান জনি’ পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক মোফাজ্জল হোসাইন ও সাবেক সাধারন সম্পাদক উমর ফারুক স্বাধীন সহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।