ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এক কিলোমিটার রাস্তা বিপদজ্জনক

প্রকাশিত: ১২:১৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২০

কমল সরকার’গৌরীপুর : ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে গৌরীপুর উপজেলার রামগোপালপুরের এক কিলোমিটার বিপদজ্জনক পিচ্ছিল রাস্তায় চলন্ত গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে যাচ্ছে দোকানে-পুকুরে আর বাড়িতে। ইটভাটার পরিত্যক্ত মাটি পুরো রাস্তাকে কর্দমাক্ত করে রেখেছে। রামগোপালপুর বাস¯ট্যান্ডে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ট্রাকের চাপায় মাছচাষী রহমান খাঁন (৪৫) ঘটনাস্থলে নিহত হন। মাত্র এক কিলোমিটার এলাকায় একদিনে অর্ধশত গাড়ী নিয়ন্ত্রণ হারায়।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহফুজুর রহমান জানান, ইটভাটাতে হ্যান্ডট্রলি দিয়ে মাটি নেয়ার সময় পরিত্যক্ত মাটি হঠাৎ বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল হয়ে যায়। রামগোপালপুর বাস¯ট্যান্ডে বাস, সিএনজি, মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারায়। দ্রুত গতির এসব গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ করতে এসে আরো বিপদজ্জক পরিস্থতির শিকার হয়। কৈট্টাপুরি বিলের পাশে ইটভাটার মাটিতে পিচ্ছিল থাকায় ময়মনসিংহগামী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।

এদিকে রামগোপালপুরের আক্কাছ আলী জানান, রামগোপালপুর বাস¯ট্যান্ড থেকে মাত্র এক কিলোমিটারে চারটি ইটভাটা। পুলিশ ও প্রশাসন মাইকিং করার পরেও এসব ভাটায় হ্যান্ডট্রলি দিয়ে মাটি আনা হচ্ছে। হ্যান্ডট্রলির পিছনের ঢাকনা না লাগানোর কারণে পুরো মহাসড়কের মাটি পড়ে রাস্থা এখন কর্দমাক্ত। আর এ কারণেই রামগোপালপুর বাস¯ট্যান্ডে একদিনে কমপক্ষে ৫০টি গাড়ি নিয়ন্ত্রণ হারায়। সিএনজি, মোটর সাইকেল, বাস-ট্রাক গতি নিয়ন্ত্রণ করতে না পারায় দোকানপাটে উঠে পড়ে। পরিস্থিতির অস্বাভাবিক হয়ে যাওয়ায় রাস্তার দুথপাশের দোকানপাট ভয়ে বন্ধ করে দিতে বাধ্য হন। এরপর বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক দীর্ঘ সময় অবরোধ করে রাখেন।

অপরদিকে রাস্তা থেকে ইটভাটার মাটির কর্দমাক্ত ও পিচ্ছিল অংশ অপসারণ করতে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহফুজুর রহমানের নেতৃত্বে রামগোপালপুর বাস¯ট্যান্ড পানি দিয়ে মাটি পরিষ্কার করা হয়। এরপরেও কৈট্টাপুরি, গাঁওরামগোপালপুর এলাকায় একটি বাস, ৬টি মোটর সাইকেল, ৪টি ইজিবাইক নিয়ন্ত্রণ হারাতে দেখা যায়। এ প্রসঙ্গে গাঁওরামগোপালপুরের আক্কাছ আলী জানান, মহাসড়কে এখন মহা কর্দমাক্ত সড়কে পরিণত হওয়ার এ দুর্ঘটনার মূল কারণ। রামগোপালপুরের এসব ইটভাটার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান এলাকাবাসী। তাদের দাবি শুধু রাস্তা নয়, এলাকার পরিবেশও বিনষ্ট করতে এই ভাটা গুলো।

এদিকে সড়ক দুর্ঘটনা এড়াতে টমটম, নসিমন-করিমন, হ্যান্ডট্রলি মহাসড়কে চলাচল নিষিদ্ধ ঘোষণা করে মাইকিং করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন। তিনি জানান, সকল যানবাহন সাবধানে চলাচল করার জন্যও নির্দেশনামূলক প্রচারপত্র সাঁটানো হয়েছে।